শিগগিরই ই কমার্স প্রতিষ্ঠানগুলোতে আটকে থাকা গ্রাহকের টাকা ফেরত প্রক্রিয়া শুরু হবে। তার আগে নেয়া হবে আইনি মতামত।
মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে সচিবালয়ে ই-কমার্স প্রতিষ্ঠানের জটিলতা নিরসনে গঠিত কমিটির এক বৈঠক শেষে এ কথা জানান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান।
গ্রাহকদের টাকা ফেরত দেয়ার বিষয়ে অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, টাকাটা একটি কোর্টের মধ্যে আছে, সেগুলো বের করতে একটু সময় লাগবে। মানুষকে একটু ধৈর্য ধরতে হবে। এই টাকাটা টোটালি আমাদের পেমেন্ট গেটওয়েতে আছে। সেটা কিন্তু আমাদের লিগ্যাল ইস্যুটার ক্লিয়ারেন্স পাওয়া গেলে আমরা বাংলাদেশ ব্যাংককে বলবো। যে সিস্টেমে গ্রাহক টাকাটা দিয়েছে, এই পেমেন্ট পদ্ধতিটা অনলাইনের মাধ্যমেই হয়। তাই তাকে অনলাইনেই ফেরত দেয়া হবে। বাংলাদেশ ব্যাংক থেকে ইনস্ট্রাকশন যাবে। যারা থার্ড পার্টি যেখানে টাকা জমা আছে সেখানে থেকে যারা পেমেন্ট করেছে তাদের কাছে অটোমেটিক পাঠিয়ে দিতে পারবে। এখানে লিগ্যাল ইস্যু আছে তাই আমরা আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য অপেক্ষা করছি।
তিনি আরও বলেন, পণ্য না পেয়ে যেসব গ্রাহক মামলা করেছেন তাদের টাকা পেতে একটু সময় লাগতে পারে। বাকিদের টাকা গেটওয়ে থেকে সরসরি ছাড় করা হবে। বৈঠকের সুপারিশ আগামীকাল মন্ত্রিসভায় জমা দেবে কমিটি। ই-ভ্যালির গ্রাহকদের টাকা ফেরতের অগ্রগতি আদালতের করে দেয়া পরিচালনা কমিটির উপর নির্ভর করছে বলেও জানান অতিরিক্ত সচিব।
৬টি মন্তব্য
কিউকম থেকে যারা জুনের পরে বাইক কিনেছে তাদের টাকা ফস্টার গেইটওয়েতে আটকে আছে। কিউকম এর আর্থিক অবস্থা অন্যান্য ইকমার্স জালিয়াতদের মত খারাপ নয়। এমতাবস্থায় যিনি সিইওর বিরুেদ্ধে মামলা করেছেন তিনি হয়ত ভুল কলরছেন নতুবা তার অন্যকোন মতলব আছে। রিপন মিয়াতো টাকা ফেরত দেয়োর প্রক্রিযার মধ্যে ছিলেন। হঠাৎ এই ভৌতিক মামলা কে করল, কেন করল? আমার মতে রিপন মিয়া অন্যদের মত অত ধূরন্ধর নয়। তবে কেউ আবার সন্ধেহের উর্ধেও নয়। যেহেতু বিষয়টি এখন আদালতের এখতিয়ার সুতরাং এবিষয়ে আমি মন্তব্য করব না। আমরা রিপন মিয়ার জামিন হলে খুশি হব। সরকার তাকে নজরদারীতে রেখে সংভাবে ব্যবসা করার সুযোগ দিতে পারেন। আমাদের মধ্যে যাদের টাকা ফস্টার গেইটওয়েতে আটকে আছে তাদের টাকা ফেরত দিতে কোন সমস্যা আছে বলে আমার মনে হয়না। টাকা যে ভাবে ফস্টার গেইটওয়েতে এসেছে ঠিক সেভাবে ফেরত দিতে সমস্যা কোথায়?
SirSir জানি না আমার কথা টা কি ভাবে নিবেন,, আমি রিংআইডির মেম্বারশিপ নিয়েছিলাম,, আমি আনেক টাকা ও পেয়েছি এ সত্তি,, আমাদের কনো আভিযোগ নাই,, রিংআইডির বিষয় তাই বলছি রিংআইডি আগের মতো করে দিনsirsir দয়া করে,,,
স্যার আমি এস পি সিতে ই-কমার্স এর কাজ করছি আমারও অনেক টাকা আটকে আছে আর তাছারা এস পি সি কোঃ ও ভালো সার্ভিস দিয়েছে। আমার আকুল আবেদন বাংলাদেশ সরকার মানণীয় প্রধানমন্ত্রীর কাছে এস পি সি কোঃ ও আগের মত চলতে দেওয়া হুক দয়া করে খুলে দেওয়া হুক সারা বাংলার বেকার যুবকদের কথা চিন্তা করে প্লিজ🙏🙏🙏।
কবে পাব টাকা?
Name Al Amin
Father name lat mobossor Ahmed and
ভাই আর কোন খবর নাই কবে রিফাইন্ড পাবো?