গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো সম্প্রতি দেশের বাজারে নিয়ে এসেছে প্রিমিয়াম এক্স সিরিজের নতুন স্মার্টফোন, যার মডেল: এক্স ৭০প্রো ৫জি। ফোনটির ক্যামেরা প্রযুক্তি নজর কেড়েছে পেশাদার ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফারদের। এরই মধ্যে স্মার্টফোনটি দিয়ে জনপ্রিয় নাট্যনির্মাতা ভিকি জাহেদ নির্মাণ করেছেন শর্টফিল্ম ‘অ্যা হ্যাপি ম্যান।’
বিশ্লেষকদের মতে, ভিভো এক্স ৭০প্রো ৫জি ফোনের ক্যামেরা স্মার্টফোন ফটোগ্রাফিতে নতুনত্ব এনেছে। এতে একইসঙ্গে আলট্রা সেন্সিং গিম্বল ক্যামেরা এবং গিম্বল ক্যামেরা সিস্টেম ব্যবহার করা হয়েছে, স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে যা সর্বপ্রথম। এছাড়া ফোনটির ৪টি ক্যামেরাতেও ব্যবহার করা হয়েছে কার্ল জেইসের লেন্স। ক্যামেরার লেন্স নির্মাণে বিশ্বজুড়ে ১৭৫ বছরেরও বেশি সময় ধরে সুনামের সঙ্গে কাজ করছে কার্ল জেইস।
এক্স৭০প্রো ৫জি ফোনে রয়েছে জেইস স্টাইল পোর্ট্রেটস প্রযুক্তি। এই প্রযুক্তির আওতায় স্মার্টফোনটিতে যুক্ত করা হয়েছে জেইসের চারটি পোর্ট্রেট ক্যামেরা লেন্সের আদলে- বায়োটার, ডিসটাগন, প্ল্যানার, এবং সোনার।
এছাড়া কসমিক ব্ল্যাক ও অরোরা ব্রাউন- এই দুটি রঙে দেশে এসেছে ভিভো এক্স৭০প্রো ৫জি। এর দাম পড়বে ৭২,৯৯০ টাকা।