দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে রিয়েলমি। ‘রিয়েলমি নোট ৫০’ মডেলের ফোনটি পানিরোধী হওয়ায় বৃষ্টিতে ভিজলেও নষ্ট হয় না। শুধু তা-ই নয়, ধুলাও জমে না ফোনটিতে। ৪ গিগাবাইট র্যামযুক্ত ফোনটির ধারণক্ষমতা যথাক্রমে ৬৪ ও ১২৮ গিগাবাইট। সংস্করণ ভেদে ফোনটির দাম ধরা হয়েছে সর্বনিম্ন ১০ হাজার ৯৯৯ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬.৭৪ ইঞ্চি পর্দার ফোনটিতে অক্টাকোর প্রসেসর থাকায় দ্রুত কাজ করা যায়। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। ফলে চার্জ নিয়ে দুশ্চিন্তা করতে হয় না।
ফোনটির পেছনে ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটির রিফ্রেশ রেট ৯০ হার্জ। ফলে উন্নত গ্রাফিকসের গেম খেলার পাশাপাশি স্বাচ্ছন্দ্যে ছবি ও ভিডিও দেখা যায়। নীল ও কালো রঙে বাজারে পাওয়া যাবে ফোনটি।