মালা খন্দকার এবং মিরর ম্যাগাজিনের আয়োজনে ‘রিয়েল হিরো এওয়ার্ড’ এ বেস্ট ইনফ্লুয়েন্সার হিসেবে স্বীকৃতি পেলেন নারীদের প্ল্যাটফর্ম পপ অফ কালার এর প্রতিষ্ঠাতা টিঙ্কার জান্নাত মিম। গতকাল পহেলা সেপ্টেম্বর রোজ বুধবার সন্ধায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিভিন্ন খাতে অবদান রাখায় প্রায় ৩০ জন ব্যক্তি ও সংগঠনকে এ রিয়েল হিরো এওয়ার্ড প্রদান করা হয়।
করোনাকালীন সময়ে পপ অফ কালার কমিউনিটি থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল তার স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড দেওয়া হয় টিঙ্কার জান্নাত মীমকে। এই স্বীকৃতি সম্পর্কে তিনি বলেন, করোনাকালীন সময়ে আমরা আমাদের সদস্যদের ব্যবসা চালিয়ে সেবার জন্য প্রমোশনসহ অন্যান্য যে সাপোর্ট দরকার ছিল সেটা দেওয়ার চেষ্টা করেছি। সেইসাথে আর্থিকভাবে এবং মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রোভাইড করেছি। কাজের স্বীকৃতি স্বরুপ এই এওয়ার্ড পেয়েছি আমরা।
উল্লেখ্য, নারীদের নিয়ে কাজ করা ফেসবুক ভিত্তিক একটি কমিউনিটি “পপ অফ কালার” যার প্রতিষ্ঠাতা টিঙ্কার জান্নাত মীম। নারীদের এগিয়ে নেওয়ার জন্য এবং নারী উদ্যোক্তাদের ব্যাবসা, প্রচারনা এবং মানসিক সাপোর্টের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে জনপ্রিয় এই কমিউনিটি।
এছাড়াও অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উইমেন এন্ড ই কমার্স ফোরামের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, উপস্থাপক ফারাবী হাফিজ, লিজান গ্রুপের পরিচালক তানিয়া হক সুমি, যমুনা টিভির এসাইনমেন্ট এডিটর রোকসানা আঞ্জুমান নিকোল, নিজের বলার মত গল্প প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার, কর্পোরেট ট্রেইনার গোলাম সামদানি ডন, পুলিশ কর্মকর্তা ইফতেখাইরুল ইসলাম, পরিচালক রায়হান রাফি প্রমুখ।