বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রিতে গত মাসে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ করা গেছে। ২০২৩ সালের একই সময়ের তুলনায় সেপ্টেম্বরে বিশ্বজুড়ে এ প্রযুক্তির অন্তর্ভুক্ত ব্যাটারি ইলেকট্রিক ভেহিকল (বিইভি) ও প্লাগ-ইন-হাইব্রিড ভেহিকলের (পিএইচইভি) বিক্রি বেড়েছে ৩০ দশমিক ৫ শতাংশ। এ সময় সরবরাহের ক্ষেত্রে চীন রেকর্ড করেছে, পাশাপাশি ইউরোপেও ইভি খাত মন্দা অনেকটা সামলে উঠেছে। বাজার গবেষণা সংস্থা রো মোশনকে উদ্ধৃত করে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স।
সম্প্রতি ইউরোপীয় বাজারে চীনা ইভির ওপর ৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক কার্যকর রয়েছে। এছাড়া শতভাগ কর আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
রো মোশনের হিসাব দেখাচ্ছে, সেপ্টেম্বরে বিশ্বজুড়ে ইভি ও পিএইচইভি বিক্রি হয়েছে ১৬ লাখ ৯০ হাজার, এর মধ্যে চীন বিক্রি করেছে ১১ লাখ ২০ হাজার। আগের বছরের একই সময়ের তুলনায় দেশটিতে বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি বেড়েছে ৪৭ দশমিক ৯ শতাংশ।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও কানাডা গাড়ি বিক্রি করেছে ১ লাখ ৫০ হাজার ইউনিট। যৌথ হিসাবে উত্তর আমেরিকার দেশ দুটিতে বিক্রি বেড়েছে ৪ দশমিক ৩ শতাংশ।
রো মোশনের তথ্য ব্যবস্থাপক চার্লস লেস্টারের মতে, ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। এ কারণে দেশটির বাজারে বিক্রিবাট্টা বেশ ধীরগতিতে চলছে। এর প্রভাব আরো কিছুদিন বজায় থাকবে। ফলে মার্কিন বাজারে বিদ্যুচ্চালিত গাড়ির ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দেয়ার জন্য এখন সঠিক সময় নয়।
সেপ্টেম্বরে ইউরোপীয় বাজারে বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি হয়েছে ৩ লাখ, যা আগের বছরের একই সময়ের তুলনায় তাদের ৪ দশমিক ২ শতাংশ বেশি। এ অঞ্চলে ইভি বিক্রির শীর্ষ দেশ যুক্তরাজ্য, এখানে বিক্রি আগের বছরের তুলনায় বেড়েছে ২৪ শতাংশ। এছাড়া উল্লেখযোগ্য হারে বিক্রি বেড়েছে ইতালি, জার্মানি ও ডেনমার্কের মতো অঞ্চলটির প্রধান অর্থনীতিগুলোয়।
এদিকে চীনের বাজার সম্পর্কে চার্লস লেস্টার বলছেন, ‘চীনের বাজারে বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রির হার প্রত্যাশার চেয়ে দ্রুত বাড়ছে। বছর শেষে তাদের বিক্রি নতুন রেকর্ড গড়তে পারে।’
তিনি আরো বলেন, ‘জার্মানিও আগের বছরের সেপ্টেম্বরের তুলনায় ৭ শতাংশ বেশি বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি করেছে। এটিও আশার খবর। ইউরোপীয় ইউনিয়ন কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, ইভির বিক্রি বৃদ্ধি তাতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।’
তবে ইউরোপের বাজারে বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রির সংখ্যা আগের পূর্বাভাস থেকে সরে এসেছেন গবেষকরা। রো মোশনের গবেষক উইলিয়াম রবার্টস বলছেন, ‘২০২৫ সাল নাগাদ ইউরোপের বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রির সংখ্যা হতে পারে ৩০ লাখ ৭৮ হাজারের বেশি। আর ২০৩০ সালে তাদের মোট বিক্রির সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ৯০ লাখ ৭৮ হাজার। তবে এ সংখ্যা আগের পূর্বাভাসের তুলনায় যথাক্রমে ২৪ ও ১৯ শতাংশ কম।