মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ লিমিটেডের ২০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে জাপান ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান সফটব্যাংক। তবে অধিগ্রহণ-পরবর্তী সময়ে বিকাশে ব্র্যাক ব্যাংকের শেয়ারের পরিমানে কোনো পরিবর্তন আসছে না বলে জানা যায়। গতকাল রাতে অনুষ্ঠিত ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় এ-সংক্রান্ত চুক্তি অনুমোদন করা হয়।
প্রাপ্ত তথ্য মতে, বিকাশের বিদ্যমান শেয়ারহোল্ডার ব্র্যাক ব্যাংক, মানি ইন মোশন এলএলসি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি), বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, আলিপে সিঙ্গাপুর ইকমার্স প্রাইভেট লিমিটেড , বিকাশ শেয়ার অপশন প্ল্যান ট্রাস্ট এবং প্রস্তাবিত বিনিয়োগকারী এসভিএফ-২ বিইএএম (ডিই) এলএলসি বা সফটব্যাংকের মধ্যে শেয়ার ক্রয় ও সাবস্ক্রিপশন চুক্তি অনুমোদন করেছে ব্র্যাক ব্যাংকের পর্ষদ।
এই চুক্তি অনুসারে সফট ব্যাংক বিকাশে প্রাইমারি ও সেকেন্ডারি দুই ধরনের বিনিয়োগ করবে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার আনুষ্ঠানিকতা ও প্রযোজ্য আইনকানুন পরিপালন সাপেক্ষে চুক্তিটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে ব্র্যাক ব্যাংক।