আপনি হয়তো কোনো প্রয়োজনে সাত থেকে আট বছর আগে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিয়েছিলেন। কিন্তু বছর শেষে আর কোনো রিটার্ন দেননি। হয়তো তখন আপনার করযোগ্য আয়ও ছিল না। কিন্তু এ বছর আপনি রিটার্ন দিতে চাইছেন। রিটার্নে সোনা, জমি, ফ্ল্যাটসহ আপনার যাবতীয় সম্পদ, আয়-ব্যয় সব দেখাতে চান।
আপনার মতো এমন করদাতাদের জন্য ৩০ জুন পর্যন্ত এ সুযোগ আছে। প্রথমবারের মতো যাঁরা রিটার্ন দেবেন, তাঁরা ৩০ জুন পর্যন্ত এ সুযোগ নিতে পারেন। নতুন বাজেটে এই সময়সীমা বাড়ানো হয়নি। ফলে রিটার্ন জমা দেওয়ার জন্য আর মাত্র আট দিন সময় রয়েছে।
গত ৩১ জানুয়ারি নিয়মিত করদাতাদের রিটার্ন জমার সময় শেষ হয়েছে। এরপর যাঁরা টিআইএন নিয়েছেন, এমন নতুন করদাতাও ৩০ জুনের মধ্যে রিটার্ন দিতে পারবেন।
গত কিছুদিন অবৈধভাবে সম্পদ উপার্জনের অভিযোগ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সাধারণত প্রথমবার রিটার্নে দেখানো সম্পদ সম্পর্কে কর কর্মকর্তারা তেমন একটা প্রশ্ন করেন না। খুব বেশি অস্বাভাবিক সম্পদ দেখানো হলেই মূলত প্রশ্ন তোলেন তাঁরা।
এনবিআরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ৩০ জুন পর্যন্ত রিটার্ন জমার সুযোগ নিয়ে অনেক নতুন করদাতা রিটার্ন জমা দিচ্ছেন। তাঁদের রিটার্নে অস্বাভাবিক সম্পদ দেখানো হচ্ছে। এ বিষয়ে নিরীক্ষা প্রয়োজন বলে মনে করেন অনেক কর কর্মকর্তা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, বর্তমানে ১ লাখ ৫ হাজারের মতো টিআইএনধারী আছে। গত এক বছরে প্রায় ১৫ লাখ নতুন টিআইএনধারী করজালে যুক্ত হয়েছেন। এ বছর ৩৭ লাখের বেশি করদাতা রিটার্ন জমা দিয়েছেন। প্রায় ৬৮ লাখ টিআইএনধারী রিটার্ন জমা দেননি।
একটি মন্তব্য
Great news