আসাম ভিত্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ব্যতিক্রম মাসডো কর্তৃক আয়োজিত আজ ১০ই জুন ২০২৪ তারিখে ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হলো এই মহা শিক্ষা সম্মেলন। পূর্ব ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ও বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত করা, শিক্ষাক্ষেত্রে একটি মজবুত সেতু নির্মাণ এবং সমাজ, সংস্কৃতি ও অর্থনীতির গভীর বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্য এই কনক্লেভের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উক্ত কনক্লেভ-২০২৪ এ ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আব্দুল ওয়াদুদ, এম.পি মহোদয় এবং উপস্থিত ছিলেন গুয়াহাটির বাংলাদেশের সহকারী হাইকমিশনার ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর।
গেস্ট অফ অনার এবং প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন ড. ফরহাদ জাহিদ শেখ, চীফ ই-গভর্ন্যান্স, এটুআই, আইসিটি ডিভিশন। এছাড়াও গেস্ট অফ অনার হিসেবে ছিলেন পঙ্কজ দেবনাথ, সংসদীয় সদস্য, অসীম কুমার উকিল, সাবেক সংসদ সদস্য, প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা, প্রো-ভাইস-চ্যান্সেলর, ডিআইইউ। প্যানেলিস্টদের মধ্যে ছিলেন দীপঙ্কর দত্ত, প্রতিষ্ঠাতা ও সভাপতি সিইসি গ্রুপ অব ইনস্টিটিউশন; ডাঃ মৃদুল হাজারিকা, ভাইস-চ্যান্সেলর, মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব বিশ্ববিদ্যালয়; বিদ্যুৎ মজুমদার, ডেপুটি ডিরেক্টর- বিজনেস ডেভেলপমেন্ট, জেআইএস গ্রুপ; ডঃ শঙ্কু বোস, গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার, টেকিনডিয়া গ্রুপ ।
ড. ফরহাদ তাঁর বক্তব্যে শিক্ষাক্ষেত্রে ভবিষ্যৎ উন্নয়নের জন্য উভয় দেশের মধ্যে সমন্বিত কাজ করার বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করেন এবং শিক্ষার মান উন্নয়নের জন্য আরও বিভিন্ন উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। এছাড়া এই কনক্লেভ একদিকে যেমন বাংলাদেশের শিক্ষাবিদদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, তেমনি ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির সাথে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করেছে, যা ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে বিপুল সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করবে বলে তিনি মনে করেন।
‘ব্যতিক্রম এডুকেশন কনক্লেভ’ এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব বিশ্ববিদ্যালয়, জেআইএস বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, জ্ঞান শিক্ষাপ্রতিষ্ঠান, সিইসি প্রমুখ। আয়োজনে সহায়তা করেছে গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশ সরকারের সহকারী হাই কমিশন, জেআইএস ইউনিভার্সিটি, ফ্রেন্ডস অফ বাংলাদেশ, তরুণ আইএএস প্রমুখ।
byatikram
#educationconclave2024
#Envision
#a2i
#ICTD