অনলাইনে উপহারসামগ্রী বিক্রির উদ্দেশ্যে দেশের প্রথম ই–কমার্স ওয়েবসাইট মুন্সিজি ডট কম চালু হয়। এ সাইটের উদ্যোক্তা মুনশী মো. গিয়াসউদ্দিন।
বাংলাদেশের প্রথম ই–কমার্স সাইট মুন্সিজি চালু
অনলাইনে উপহারসামগ্রী বিক্রির উদ্দেশ্যে দেশের প্রথম ই–কমার্স ওয়েবসাইট মুন্সিজি ডট কম (www.munshigi.com) চালু হয়। এ সাইটের উদ্যোক্তা মুনশী মো. গিয়াসউদ্দিন ২০০০ সালের সেই সময়ে রাজধানীর বনানীতে একটি আবাসন প্রতিষ্ঠানে চাকরি করতেন। যখন তিনি মুন্সিজি চালু করেন, তখন দেখে ই–কমার্স সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না। ইন্টারনেটের ব্যবহারও ছিল কম।
গতকাল মঙ্গলবার প্রথম আলোকে মুনশী মো. গিয়াসউদ্দিন বলেন, ‘প্রথম আলোসহ কিছু পত্রিকায় তখন ই–কমার্সের সংবাদ দেখে মনে হয়েছিল, বাংলাদেশে এটি নতুন ধরনের একটি ব্যবসা হতে পারে। সেই ইচ্ছা থেকে মুন্সিজি চালু করি। তখন কুরিয়ার সার্ভিস তেমন একটা ছিল না। আমাদের কর্মীরাই পণ্য সরবরাহ করতেন। পণ্য গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার পর পণ্যের মূল্য পরিশোধ করতে হতো (ক্যাশ অন ডেলিভারি)।’
শুরুতে মুন্সিজি ডট কমে ফুলের তোড়া, হাজির বিরিয়ানি, গয়না, কেক ইত্যদি বিক্রি করা হতো। ২০০০ সালের ১০ জানুয়ারি মুন্সিজি ডট কম চালু হলেও প্রথম পণ্যের অর্ডার এসেছিল প্রায় দেড় মাস পর ২২ ফেব্রুয়ারি। মুনশী মো. গিয়াসউদ্দিন জানান, সেটি ছিল একটি ফুলের তোড়া। এই সাইটের মাধ্যমে প্রবাস থেকে প্রিয়জনের ঠিকানায় উপহার পাঠানোর সুবিধা ছিল। দেশি প্রযুক্তি প্রতিষ্ঠান করোনা ইনফরমেশন টেকনোলজি মুন্সিজির ওয়েবসাইট তৈরি করে দিয়েছিল। ২০১২ সালে মুন্সিজি ডট কমের কার্যক্রম বন্ধ হয়ে যায়।