মহামারিতে বিশ্বের বৃহত্তম স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফিক্স বেশ সাফল্য দেখলেও বর্তমানে নিজ দেশেই উল্টোটা দেখছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্র ও কানাডাতে চার লাখ ৩৩ হাজার গ্রাহক হারিয়েছে নেটফ্লিক্স। সেখানে ডিজনিও টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। তবে অন্যান্য দেশে পরিস্থিতি ভিন্ন।
মূলত কম খরচে শুধুমাত্র মোবাইল প্যাকেজ সুবিধার কারণে এশিয়ার মতো অঞ্চলে এখনও ভালো অবস্থানে স্ট্রিমিং সেবাগুলো। ভারতে নেটফ্লিক্সের দুই দশমিক ৬৭ ডলারের প্যাকেজ রয়েছে। শুধুমাত্র গত প্রান্তিকেই এশিয়া-প্যাসিফিক অঞ্চলে এক মিলিয়ন নতুন গ্রাহক পেয়েছে।
এবার ভারতে নিজেদের বৃহৎ সফলতা দেখতে মরিয়া হয়ে উঠেছে ডিজনি। বছরে মাত্র ছয় দশমিক ৭০ ডলারে মোবাইল স্ট্রিমিং সেবার ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
স্থানীয়ভাবে সেবাটি ডিজনি প্লাস হটস্টার নামে সম্প্রতি রিব্র্যান্ডেড করা হয়েছে। আগামী সেপ্টেম্বরের এক তারিখ থেকে নতুন তিনটি প্যাকেজ চালু হবে। মোবাইলের পাশাপাশি সুপার প্যাকেজে বছরে ১২ দশমিক শূণ্য আট ডলারে মোবাইলসহ দুইটি ডিভাইস এবং প্রিমিয়াম প্যাকেজে ২০ দশমিক ১৪ ডলারে ফোরকে সুবিধাসহ চারটি ডিভাইসে সেবাটি ব্যবহারের সুযোগ দেবে।
মূলত যারা শুধুমাত্র মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন সেই বৃহৎ জনগোষ্ঠীকে টানতে ডিজনি এই উদ্যোগ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।