জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তার মূল অ্যাপের মধ্যে ভয়েস ও ভিডিও কল যোগ করার পরীক্ষা চালাচ্ছে। ফেসবুক কিছু ব্যবহারকারীকে তার মূল অ্যাপের মধ্যে ভয়েস এবং ভিডিও কল যোগ করত পরীক্ষা চালাচ্ছে। যার লক্ষ্য হল তার স্বতন্ত্র মেসেঞ্জার অ্যাপ না খুলে কল করা সহজ করা।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক মেসেঞ্জারকে তার প্রধান অ্যাপ থেকে বের করে দিয়েছে। যার ফলশ্রুতিতে কোন ব্যবহারকারীকে বার্তা পাঠাতে এবং কল করার জন্য একটি পৃথক মেসেঞ্জার অ্যাপ ডাউনলোড করতে হবে।
এদিকে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে এই পরীক্ষা করা হচ্ছে। তবে কতজন ফেসবুক ব্যবহারকারী এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাবে বা অন্যান্য সুবিধাও একইভাবে ফেসবুকের মূল অ্যাপে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা আছে কি না সে ব্যাপারে পরে জানা যাবে।
উল্লেখ্য, ২০১৯ সালেও প্রতিষ্ঠানটি ইনবক্সসহ টেক্সট চ্যাট সেবা মূল অ্যাপে ফিরিয়ে আনার একটি পরীক্ষা করেছিল।