ই–কমার্স প্রতিষ্ঠান কিউকম ডট কমের ২০ জন গ্রাহক টাকা ফেরত পাবেন আগামীকাল সোমবার। আগামীকাল সচিবালয়ে কাল বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ প্রধান অতিথি হিসেবে গ্রাহকদের হাতে পাওনা বুঝিয়ে দেবেন। বাণিজ্য মন্ত্রণালয় আজ রবিবার এ কথা জানিয়েছে।
টাকা হস্তান্তর অনুষ্ঠানের আগে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত কমিটির একটি বৈঠক অনুষত হবে। ডিজিটাল কমার্সের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য, লেনদেনে ক্রেতা-বিক্রেতার অসন্তোষ ও প্রযুক্তিগত সমস্যা নিরসনের বিষয়ে আলোচনা হবে এ বৈঠকে।
অনুষ্ঠানে উপস্থিত থাকতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি), কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), কিউকমের পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান ফস্টার ও কিউকমকে চিঠি পাঠানো হয়েছে একজন করে প্রতিনিধি পাঠানোর জন্য।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম জানান, তালিকা অনুযায়ী ৫৯ কোটি ৫ লাখ টাকা দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে। এরপর এটা আরও বাড়বে।