ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোটগ্রহণ ৭ মে। ওই দিন পশ্চিমবঙ্গের উত্তর মালদা, দক্ষিণ মালদা, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর আসনে নির্বাচন হবে। এই চার আসনে এবার লড়ছেন ৫৭ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১৩ জন কোটিপতি প্রার্থী রয়েছেন। আর মামলা ঝুলছে ১২ জনের বিরুদ্ধে।
প্রার্থীদের হলফনামা থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফরমস তাদের সমীক্ষা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
পশ্চিমবঙ্গের এই চার আসন একসময় কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। ২০১৯ সালের নির্বাচনে এসব আসনের একটিতে কংগ্রেস, একটিতে বিজেপি ও দুটিতে তৃণমূল জিতেছিল। দক্ষিণ মালদা আসনে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী। আর উত্তর আসনে জিতেছিলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তৃণমূল জিতেছিল মুর্শিদাবাদ ও জঙ্গিপুর আসনে।
এবার এই চার আসনে লড়াই হবে চতুর্মুখী। তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও বাম দলের প্রার্থীর মধ্যে। এবারের নির্বাচনে উল্লেখযোগ্য প্রার্থী হলেন বামফ্রন্টের প্রার্থী রাজ্য সিপিএমের সম্পাদক মহম্মদ সেলিম। তিনি মুর্শিদাবাদ আসনে লড়ছেন।
ইলেকশন ওয়াচের রাজ্যের সমন্বয়ক উজ্জয়িনী হালিম বলেছেন, সম্পদের নিরিখে শীর্ষে রয়েছেন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। তাঁর মোট সম্পদের পরিমাণ ৫১ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার রুপি। দ্বিতীয় স্থানে রয়েছেন ওই আসনের আইএসএফ প্রার্থী শাহজাহান বিশ্বাস। তিনি ১৬ কোটি ৬০ লাখ রুপি সম্পদের মালিক। তৃতীয় স্থানে মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী আবু তাহের খান। তাঁর সম্পদের পরিমাণ ৩ কোটি ৮৪ লাখ রুপি। কোটিপতির তালিকায় রয়েছেন সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমও। তাঁর সম্পদের পরিমাণ ১ কোটি ৬৮ লাখ ৫১ হাজার রুপি। বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সম্পদের পরিমাণ ১ কোটি ৩৩ লাখ রুপি।
সমীক্ষা রিপোর্টে আরও বলা হয়েছে, ১২ জন প্রার্থীর বিরুদ্ধে এখনো ফৌজদারি মামলা ঝুলছে। এর মধ্যে ৪ জন বিজেপির। মামলা ঝুলছে সিপিএমের মহম্মদ সেলিম এবং তৃণমূলের আবু তাহের খানের বিরুদ্ধেও। বিজেপির প্রার্থী ও বিদায়ী সংসদ সদস্য খগেন মুর্মুর বিরুদ্ধে রয়েছে ৭টি, মহম্মদ সেলিমের বিরুদ্ধে রয়েছে ৫টি মামলা।
এই রাজ্যে প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচন হয়েছিল যথাক্রমে গত ১৯ ও ২৬ এপ্রিল।