ইভ্যালির অবশিষ্ট গাড়ী ও ওয়ারহাউজে আটকে থাকা পণ্য বিক্রয়ের জন্য আবেদন করে হাইকোর্ট নিযুক্ত ইভ্যালি পরিচালনা কমিটি। এর প্রেক্ষিতে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ তা নামঞ্জুর করে। আজ বুধবার আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলনের পরিচালনা বোর্ড থেকে এই আবেদন করা হয়। আগেও ইভ্যালির মার্চেন্ট ও ভোক্তাদের বিরোধিতা থাকা সত্ত্বেও ইভ্যালি পরিচালনা কমিটি ইভ্যালির ৭টি গাড়ী বিক্রয় করে।
বুধবার ইভ্যালি বোর্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন। ইভ্যালি বোর্ডের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোরশেদ আহমেদ খান।
একটি মন্তব্য
Racel k evaly calu korar sujok din