ব্যবসা এবং সমাজসেবায় “নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড- ২০২৪” পেয়েছেন ই-ক্লাবের ফাউন্ডিং মেম্বার ও ইভেন্ট সিটি কোম্পানির সিইও মোঃ হাসান একরাম আহমেদ।
বাংলাদেশের উদ্যোক্তা উন্নয়নের জনপ্রিয় ও অন্যতম সংগঠন অনট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ (E-Club) এর ফাউন্ডিং মেম্বার এবং স্বনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবক, হাসান একরাম, গত ৩০শে মে ২০২৪ তারিখে নেপালে প্রধান অতিথি হিট বাহাদুর তামাং, নেপালের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন। তিনি এই সন্মাননা সকল উদ্যোক্তাদের জন্য উৎসর্গ করে বলেন, যে কোন সম্মাননা সবাইকে কাজের প্রতি অনুপ্রাণিত করে, তবে সেটা যদি বিদেশের মাটিতে হয় তবে সেটা দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করার পাশাপাশি নিজেকে আরো গর্বিত মনে করি।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লক্ষ্মণ লামসাল, শ্রম কর্মসংস্থান ও পরিবহন মন্ত্রী, নেপালের বাগমতি প্রদেশ; জনাব আনন্দ পোখরেল, নেপালের প্রাক্তন সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী; জনাব প্রকাশ অধিকারী, জনতা সমাজবাদী পার্টির সাংসদ; জনাব জয়রাম মাহাত, গোকর্ণেশ্বর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড সভাপতি; জনাব রঞ্জন খানাল, রাজনৈতিক বিশ্লেষক; বিশিষ্ট ব্যক্তি জয়রাম পুদাসাইনী এবং পূর্ণ বাহাদুর তামাং, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সাংস্কৃতিক প্রধান (জেলা-325 A) 325 D নেপাল।
জনাব হাসান বলেছেন, নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ মাত্র , যা আমাদের দুই দেশের মধ্যে আরো ব্যবসায়িক ও সাংস্কৃতিক বন্ধনশক্তিশালী করবে।
উল্লেখ্য যে, উদ্যোক্তা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য যদি এই সম্মাননায় নাই মনোনীত হন।