বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে মূল্য সূচকের রেকর্ড পরিমাণ উত্থানের মধ্যে দিয়ে পার হয়েছে।যদিও করোনার বিধিনিষেধের জন্য গত সপ্তাহে পাচঁ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসে লেনদেন হয়েছে।
আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬ হাজার ৫০০ পয়েন্টের মাইলফলক অতিক্রম করেছে। সপ্তাহজুড়ে সূচকটি ১৭০.৮২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৯৬ পয়েন্টে অবস্থান করছে। যা সূচকটির ইতিহাসে সর্বোচ্চ অবস্থান।
আজ থেকে শুরু হচ্ছে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। বিশ্লেষকদের ধারণা পুজিঁবাজারের এমন চাঙাভাব অব্যাহত থাকলে খুব শীগ্রই ডিএসইএক্স নতুন রেকর্ড করবে এবং প্রধান মূল্য সূচক ৭০০০ এর ঘর অতিক্রম করতে পারে।