ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে ধানমন্ডি থানায় করা আরেক মামলায় গ্রেফতার দেখানোসহ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। এই মামলার বাদী আব্দুর রহমান নামে এক ব্যক্তি। তিনি গত ২১ সেপ্টেম্বর ধানমন্ডি থানার মামলাটি দায়ের করেন।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে তাদের পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করেন। রিমান্ড আবেদন বিষয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।