ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে আয়ােজিত ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কার বিতরণ করেছে নগদ। সম্প্রতি ঢাকার বনানীতে নগদ-এর প্রধান কার্যালয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার হস্তান্তর করা হয়।
গত ১২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এক কনসার্টের আয়ােজন করে নগদ। দেশবরেণ্য শিল্পীদের কনসার্টে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে হ্যাশট্যাগ ক্যাম্পাইনের মাধ্যমে স্মার্টওয়াচ উপহারের ঘােষণা দেয় নগদ। পরবর্তীতে যথাযথ যাচাই বাছাইয়ের মাধ্যমে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। ক্যাম্পেইনে মােট দশজন স্মার্টওয়াচ বিজয়ী হন।
এই ক্যাম্পেইন বিষয়ে নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের আনন্দ আয়ােজনে আমরা নগদ পরিবার যুক্ত হতে পেরে আনন্দিত ও গর্বিত। আমাদের আশা থাকবে ভবিষ্যতেও ঢাকা বিশ্ববিদ্যালয় দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখবে। ক্যাম্পেইনে যারা পুরস্কার পেয়েছেন, তাদের সবাইকে অভিনন্দন।”
উল্লেখ্য, ১২ ডিসেম্বরের কনসার্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষ্যে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘নগর বাউল জেমস, ওয়ারফেজসহ দেশের খ্যাতনামা আরও অনেক শিল্পীরা পারফর্ম করেন।