রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বৃহস্পতিবার তিন দিনব্যাপী ১৭তম ঢাকা মোটর শো-২০২৪ উদ্বোধন করা হয়েছে।
এই প্রদর্শনীতে মেটাল মোটরস লিমিটেড চাংশা-ফোরল্যান্ড মোটর টেকনোলজি কোম্পানি লিমিটেডের ফোরল্যান্ড পিকআপ নিয়ে এসেছে।
১৭তম ঢাকা মোটর শোর উদ্বোধন করেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি মেটাল মোটরস লিমিটেডের প্যাভিলিয়ন ঘুরে দেখেন
বাংলাদেশে চাংশা-ফোরল্যান্ড মোটর টেকনোলজি কোম্পানি লিমিটেডের পিকআপের একমাত্র পরিবেশক মেটাল মোটরস লিমিটেড এই পিকআপের চারটি মডেল প্রদর্শন করছে এই প্রদর্শনীতে। মডেলগুলো হলো টি৩-১ টন পিকআপ, টি৫ সিরিজ-১ টন পিকআপ, টি৫ সিরিজ-১ দশমিক ২ টন পিকআপ, এল ৩ সিরিজ-১ দশমিক ৫ টন পিকআপ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাদিদ জামিল। আরও উপস্থিত ছিলেন মেটাল মোটরসের মহাব্যবস্থাপক ও ব্যবসাপ্রধান প্রকৌশলী মো. ফজলুল করিম, ফোরল্যান্ড ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখার কান্ট্রি হেড মি. লি ও সহকারী মহাব্যবস্থাপক চাওশ্যান সুন। এ ছাড়া ফোরল্যান্ডের চীনা প্রতিনিধিসহ মেটাল মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলা উপলক্ষে থাকছে আকর্ষণীয় উপহার ও নগদ মূল্যছাড়।