অমর একুশের প্রভাতফেরিতে অংশগ্রহণ করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের গাম্ভীর্য বজায় রেখে অমর একুশের প্রহরে পুষ্প মালঞ্চ অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে।অমর একুশের গান গেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা শহীদ মিনার অভিমুখে যাত্রা শুরু করেন।বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড.গনেশ চন্দ্র সাহার নেতৃত্বে ও অতিরিক্ত রেজিস্ট্রার (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. শাহ আলম চৌধুরী র তত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের ১২ টি বিভাগের শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধি গণ অংশ গ্রহণ করেন।
ভাষা আন্দোলনের মূল্যবোধ কে শানিত করতে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের কে সম্পৃক্ত করে তাদের অংশগ্রহণে প্রভাতফেরির এ যাত্রা নব উদয়ের সূচনা করবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।