অদ্য ৩১.০৩.২০২৪ইং তারিখ রোজ রবিবার বিকেল ৩.০০ ঘটিকায় জনাব মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে “মক্কা টাওয়ার” , ১৫ নং এ.সি রায় রোড আরমানীটোলা , ঢাকা- ১১০০ এ “ঢাকাস্থ পাবনা বণিক সমিতি” এর এক পূর্ণাঙ্গ সভা অনুষ্ঠিত হয় এবং সভা শেষে দো’আ ও ইফতারের আয়োজন করা হয়। উক্ত সভায় বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারি মার্চেন্ট এ্যাসোসিয়েশন এর সম্মানিত সাধারন সম্পাদক জনাব মোঃ শফিকুল ইসলাম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ মজনু শাহ এবং পরিচালক জনাব মোঃ মোজাম্মেল হোসেন লিটন সহ আরও অনেকেই উপস্থিত থেকে উক্ত সভাকে সম্মৃদ্ধ করেন।
উক্ত সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে নিম্নরূপ সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।
১।গত ১৬.০৩. ২০২৪ তারিখ এর সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পর্যালোচনায় দেখা যায় যে, উক্ত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আহবায়ক কমিটি গঠিত হয় নাই। ফলে সদস্যদের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তার অবসান কল্পে উক্ত কমিটির সকল পরিষদ ( উপদেষ্টা ,কার্যনির্বাহী ও কার্যকরী) এবং সভাপতি সহ সকল দাপ্তরিক পদ বিলুপ্ত করে নিম্নরূপ আহবায়ক কমিটি গঠন করা হলো।
আহবায়ক কমিটিঃ-
আহবায়কঃ জনাব মোঃ রফিকুল ইসলাম ( ধানমন্ডি , ঢাকা )
যুগ্ম আহবায়কঃ-
১।হাজী মোঃ আসাদ উল্লাহ। (ধানমন্ডি , ঢাক)
২।হাজী মোঃ আব্দুর রহমান। ( আরমানীটোলা , ঢাকা )
৩।হাজী মোঃ রইচ উদ্দিন ( ধানমন্ডি , ঢাকা )
৪। হাজী মোঃ হেলাল উদ্দিন। ( মিরপুর , ঢাকা)
৫। হাজী মোঃ আব্দুস সালাম ( উত্তরা , ঢাকা )
৬। হাজী মোঃ ইউনুস আলী ( সিদ্দস্বরী , ঢাকা )
৭। হাজী মোঃ সারোয়ার হোসেন। ( ধানমন্ডি , ঢাকা )
৮। হাজী মোঃ নজরুল ইসলাম। ( বেইলি রোড , ঢাকা )
৯। হাজী মোঃ মোশাররফ হোসেন স্কাই ( ধানমন্ডি , ঢাকা )
১০। মোহাম্মদ আলী ( মিরপুর , ঢাকা )
১১। মোঃ বকুল রানা ( বকতিয়ার)( আরমানীটোলা ,ঢাকা )
১২। মোঃ আবু সাইদ (আরমানীটোলা , ঢাকা)
১৩। হাজী মোঃ আতিয়ার রহমান ( বেচারাম দেউরি , ঢাকা )
১৪। হাজী মোঃ মুন্নাফ আলী ( কেরানীগঞ্জ , ঢাকা )
১৫। মোঃ মিজানুর রহমান ( বংশাল , ঢাকা- )
১৬। হাজী মোঃ আব্দুল আলিম ( সাত রওজা, লালবাগ ঢাকা )
১৭। হাজী মোঃ জাহাঙ্গীর আলম সেলিম ( কেরানীগঞ্জ , ঢাকা )
১৮। হাজী মোহাম্মদ মুস্তাকিন ( আরমানীটোলা , ঢাকা )
১৯। মোঃ জহিরুল ইসলাম জহির ( আরমানীটোলা , ঢাকা )
২০। হাজী মোঃ আনিসুর রহমান। ( আরমানীটোলা , ঢাকা )
২১। হাজী মোঃ লোকমান হাকিম। ( মোহাম্মদপুর , ঢাকা )
২২। মোঃ আক্তারুজ্জামান সান ( আরমানীটোলা , ঢাকা )
২৩। হাজী মোঃ আব্দুল বাতেন ( আরমানীটোলা , ঢাকা )
২৪। ডা. মোঃ মামুনুর রহমান ( লালবাগ , ঢাকা )
২৫। মোঃ সোহেল রানা। ( আরমানীটোলা , ঢাকা)
সদস্য সচিবঃ- মোঃ আখতারুজ্জামান মিলন ( আরমানীটোলা, ঢাকা)
সদস্যঃ-
১।মোঃ আব্দুল হাকিম দুলাল ( আরমানীটোলা , ঢাকা )
২।হাজী মোঃ নাজিম উদ্দীন মোল্লা। ( আরমানীটোলা , ঢাকা )
৩।হাজী মোঃ হাসেম আলী। ( আরমানীটোলা , ঢাকা )
৪।মোঃ জাফর আলী ( আরমানীটোলা , ঢাকা )
৫।হাজী মোঃ আসলাম আলী ( লালবাগ , ঢাকা )
৬।মোঃ সাইফুল ইসলাম। ( আরমানীটোলা , ঢাকা)
৭।মোঃ আব্দুল্লাহ। (বেচারাম দেউরি , ঢাকা)
৮।মোঃ আক্তিয়ারুজ্জামান (বংশাল , ঢাকা )
৯।মোঃ রফিকুল ইসলাম। (আরমানীটোলা , ঢাকা )
১০।মোঃ জিয়াউল হক( আরমানীটোলা , ঢাকা )
১১।হাজী মোঃ রওশন আলী ( কায়েৎটুলি, ঢাকা )
১২।মোঃ মনোয়ার হোসেন ( আরমানীটোলা , ঢাকা )
১৩।মোঃ সিরাজুল ইসলাম ( কেরানীগঞ্জ , ঢাকা)
১৪।মোঃ রমজান আলী ( আরমানীটোলা ,ঢাকা )
১৫।মোঃ নাসির হোসেন ( আরমানীটোলা , ঢাকা )
১৬। মোঃ সাব্বির আহমেদ ( খিলগাঁও , ঢাকা )
১৭।মোঃ হাবিবুর রহমান( আরমানীটোলা , ঢাকা)
২।উপরক্ত কমিটি হতে আহবায়ক এবং সদস্য সচিব প্রয়োজনীয় দাপ্তরিক কাজের জন্য যাকে যেখানে উপযুক্ত মনে করবেন তাকে সেই কাজের দাপ্তরিক দায়িত্ব দিতে পারবেন।
৩। এই আহবায়ক কমিটির মেয়াদ হবে ৩ (তিন) মাস। এর মধ্যে সম্মেলন করে ইলেকশন / সিলেকশনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। তবে উল্লেখ্য যে, যদি ৩(তিন) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব না হয় তাহলে নতুন কমিটি গঠন এবং দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত এই কমিটি সমিতির সকল কার্যক্রম চালিয়ে যাবে।
৪।যেহেতু এই সমিতি একটি অরাজনৈতিক সার্বজনীন আর্থ-সামাজিক সংগঠন সুতরাং এই সমিতির গ্রুপে / অনলাইন বা স্যোস্যাল মিডিয়া অথবা অন্য কোন মাধ্যমে রাজনৈতিক , অনৈতিক , অসামাজিক , ধর্ম বিরোধী ও রাষ্ট্রীয় আইনের পরিপন্থী কিছু পোস্ট করা যাবে না।
৫। সমিতির অফিস ভাড়া করা এবং অফিস সহকারী নিয়োগের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
৬। ঢাকার বিভিন্ন এলাকায় পাবনার ব্যবসায়ীদের এই সমিতি সম্পর্কে অবহিত করা এবং তাদের কে সমিতির সদস্য করার জন্য সকলের কার্যকর ভূমিকা পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
৭।নিবন্ধন কারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে নিবন্ধনের উদ্যোগ নেওয়ার দায়িত্ব সদস্য সচিবকে দেওয়া হয়।এবং আহবায়কের সাথে আলোচনা করে একটি গঠনতন্ত্র তৈরির জন্য উপকমিটি করার সিদ্ধান্ত হয়।
৮। বিশেষ অনুদান , নিবন্ধন ফি ও মাসিক চাঁদা পূর্বের ন্যায় থাকবে। এবং মাসিক চাঁদা এপ্রিল -২০২৪ সাল থেকে ধার্য্য করার সিদ্ধান্ত হয়।
সভা শেষে সভাপতি সকল কে ধন্যবাদ দিয়ে সভার কার্যক্রম সমাপ্ত করেন।