কোভিড-১৯ এর সংক্রমণ বাড়ায় ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঘোষিত চলমান লকডাউনে পণ্যবাহী গাড়ি ছাড়া অন্যান্য যানবাহন যাতায়াতে নিষেধাজ্ঞা চলমান রয়েছে। তবে, আজ থেকে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর আবেদনের প্রেক্ষিতে নিত্যপণ্য ও জরুরি সেবায় নিয়োজিত ডেলিভারিম্যান ও ই-ক্যাবের সদস্য প্রতিষ্ঠানের কর্মীদের চলাচলে অনুমতি দিয়েছে বাংলাদেশ পুলিশ।
বাংলাদেশ পুলিশের এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী সীমাবদ্ধ চলাচলের প্রেক্ষিতে অনলাইন ব্যবসায়ের নিত্যপণ্য ও জরুরি সেবায় নিয়োজিত ডেলিভারিম্যান ও ই-ক্যাবের সদস্য প্রতিষ্ঠানের কর্মীদের চলাচলের অনুমোদন দেয়া হয়েছে।
ই-কমার্স সেবায় নিয়োজিত ব্যক্তি বা যানবাহনের সাথে ই-ক্যাব প্রদত্ত স্টিকার রাখতে হবে এবং প্রয়োজনে প্রশাসনকে প্রদর্শন করতে হবে।