দেশের নারী উদ্যোক্তাদের জনপ্রিয় সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের (উই) আয়োজনে ‘উই সামিট ২০২১’-এ জয়ী মোস্ট ইম্পপেক্টফুল ইন্টারপ্রেনার এওয়ার্ড পেলেন নুসরাত আক্তার লোপা। এছাড়াও উই সামিটে বিভিন্ন ক্যাটাগরিতে ৫০ জন সফল নারী উদ্যোক্তাকে ‘জয়ী’ অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। স্বকৃতু
কাজের স্বীকৃতি স্বরুপ এওয়ার্ড পাওয়ার পর নুসরাত আক্তার লোপা উচ্ছ্বসিত হয়ে জানান, কাজের স্বকৃীতি স্বরূপ উই আমাকে সম্মানিত করায় আমি খুবই আনন্দিত ও গর্বিত। সামনের দিন গুলোতে আরো ভালো কিছু করতে চাই।
উক্ত অনুষ্টানের সমাপনী দিনের আয়োজনে তথ্যপ্রযুক্তি বিভাগের মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর খাজা শাহরিয়ার, সিল্কক গ্লোবালের প্রেসিডেন্ট ও সিইও সৌম্য বসু, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. মনিরুল ইসলাম, উইয়ের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।
আরো উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার লিমিটেডের এমডি ও সিইও সৈয়দ আলমগীর, আইসিটি ডিভিশনের সিনিয়র সেক্রেটারি এনএম জিয়াউল আলম পিএএ, সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী।
আয়োজনটির মূল পার্টনার প্রতিষ্ঠান হিসেবে ছিল লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, শিখা। গোল্ড পার্টনার ছিল পেপারফ্লাই, সিলভার পার্টনার ইসলামী ব্যাংক বাংলাদেশ ও এইচ২ও বিউটি ফিটনেস স্টুডিও।