ভিডিও কমিউনিকেশন সিস্টেম গুগল মিটে নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে সার্চ ইঞ্জিন গুগল। ব্যক্তিগত কিংবা কর্মক্ষেত্রে স্বতঃস্ফূর্ত মিটিং অভিজ্ঞতা প্রদানে সরাসরি কলিং সুবিধা আনা হচ্ছে। বর্তমানে ব্যবহারকারীদের ভিডিও কলে আমন্ত্রণ জানানোর জন্য গুগল ইউআরএল তৈরি করে থাকে। তবে খুব দ্রুতই ব্যবহারকারীদের কোনো ধরনের মিটিং ইউআরএল তৈরি ও শেয়ার করা ছাড়াই কলে যুক্ত হওয়ার সুযোগ দেবে প্রতিষ্ঠানটি। গ্যাজেটস নাউ এর বরাতে তথ্যটি জানা যায়।
এই ফিচারের বিষয়ে গুগলের প্রডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক সানাজ আহারি বলেন, এ ফিচার চালু হলে যেসব ব্যবহারকারী মোবাইলে জিমেইল অ্যাপস ব্যবহার করছেন, তারা ফোনকলের মতো রিং দেখতে পাবেন। অন্যদিকে ল্যাপটপের ব্যবহারকারীদের কাছে কল চিপ পাঠানো হবে। এর ফলে ব্যবহারকারীরা সহজেই তাদের ডিভাইস থেকে কলের উত্তর দিতে পারবেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, প্রথমে জিমেইল অ্যাপের চ্যাট অপশনে থাকা ব্যবহারকারীদের সঙ্গে কলে যুক্ত হওয়ার সুবিধা চালু করবে গুগল। জিমেইল থেকে কলিং ফিচারের পাশাপাশি কম্প্যানিয়ন মুডের নতুন আপডেট আনার বিষয়ে ঘোষণা দিয়েছে গুগল। কম্প্যানিয়ন মুডে ব্যবহারকারীরা সেকেন্ড স্ক্রিন ব্যবহারের সুযোগ পাবেন। নভেম্বরের শুরুতে সব ব্যবহারকারীর জন্য এ ফিচার চালু করা হবে বলে জানা গেছে। এছাড়াও গুগল মিটে লাইভ ট্রান্সলেটেড ক্যাপশন সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল। প্রাথমিক পর্যায়ে ইংরেজি থেকে ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশ ও পর্তুগিজ ভাষায় ক্যাপশন চালুর সুবিধা দেয়া হবে।