চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর শুটিং ক্লাবে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. নুরুল আকতার। এজিএম পরিচালনা করেন কোম্পানি সচিব জিএম রাশেদ। এ সময় সিইও এসএম জিয়াউল হক, এফএলএমআই এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কোম্পানির শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।