গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার কৃষি খাতের উন্নয়নে ৭ কোটি ১০ লাখ ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বর্তমান বাজারদরে এর পরিমাণ ৭৮০ কোটি টাকা। মূলত, জলবায়ু পরিবর্তনসহিষ্ণু কৃষি খাত গড়ে তোলার লক্ষ্যে ঋণের অর্থ খরচ করা হবে।
আজ বুধবার ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত এডিবির বোর্ড সভায় এই ঋণের অনুমোদন দেওয়া হয়। এডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সমন্বিত পানি ব্যবস্থাপনার পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পে এডিবির এই ঋণের অর্থ খরচ করা হবে। এই অর্থ ব্যবহার করে ওই দুই জেলার বন্যা নিয়ন্ত্রণ, সেচ ব্যবস্থাপনা এবং পানিসম্পদ ব্যবস্থাপনার উন্নতি করা হবে। এই প্রকল্প কৃষি খাতকে জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতা মোকাবিলা করতে সহায়তা করবে।
এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের অর্থায়ন করা প্রকল্পের মাধ্যমে প্রায় ৬ লাখ মানুষ উপকৃত হবে। এ ছাড়া প্রকল্প এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতা–সহিষ্ণু বন্যা নিয়ন্ত্রণ, সেচ ব্যবস্থাপনা উন্নত হওয়া এবং লবণাক্ত পানির প্রকোপ কমবে। এই প্রকল্পের আওতায় পানিসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনার পাশাপাশি প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ করা হবে।
এডিবির জ্যেষ্ঠ প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ পুষ্কর শ্রীবাস্তব বলেন, বাংলাদেশে অর্থনৈতিক ও উৎপাদনশীলতার প্রবৃদ্ধির জন্য বাড়তি বিনিয়োগ করছে এডিবি। এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের আয় বাড়বে এবং নারী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর টেকসই জীবনযাত্রার মান বাড়াতে ও দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে।
এডিবি আরও বলেছে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনায় গ্লোবাল ক্লাইমেট রিস্ক সূচকে বাংলাদেশের অবস্থান সপ্তম। বাংলাদেশে ক্রমান্বয়ে চরমভাবাপন্ন আবহাওয়ার দিকে যাচ্ছে। যদি কোনো উদ্যোগ নেওয়া না হয়, তবে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের কৃষি উৎপাদন ৩০ শতাংশ কমতে পারে।