গ্রাহকদের জন্য ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু করছে ই-কমার্স প্লাটফর্ম কিউকম। এই সার্ভিসে মোটরবাইক, হোম এপ্লায়েন্স, ইলেকট্রনিকস, ফ্যাশন আইটেম, স্মার্ট গ্যাজেট, ওষুধ, হোম ডেকর, বেবি কেয়ার পণ্য সহ নিত্যপ্রয়োজনীয় যে কোনও পণ্য অর্ডার করতে পারবেন গ্রাহকরা। ক্যাশ অন ডেলিভারিতে পণ্য হাতে পাবার পর মূল্য পরিশোধ করা যাবে।
এর আগে কিউকম “বিগ ডিসকাউন্ট, বিগ সারপ্রাইজ” স্লোগানে গত ২৬ আগস্ট থেকে নতুন করে “কিউকম কুইকার” এর চতুর্থ ক্যাম্পেইন চালু করে। এই ক্যাম্পেইনে আছে বাইক এবং মোবাইল ফোন। কুইকার ক্যাম্পেইনে অর্ডারের ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে ডেলিভারির সুবিধা দিচ্ছে কিউকম।
শীঘ্রই ক্যাশ অন ডেলিভেরির বিস্তারিত জানা যাবে কিউকম এর ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং গ্রুপে।
২টি মন্তব্য
কিরকম বাজে একটা ই-কমার্স এ পরিণত হয়েছে একদম ফাজলামো শুরু করছো আমাদের সঙ্গে করেছে আমাদের সঙ্গে
আমি যাই আমার পোডাক গোলা রিপান করেন