কিউকম কুইকার ক্যাম্পেইনে বিভিন্ন ব্রান্ডের বাইকে ২৫ শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে। বাজাজ, ইয়ামাহা, হুন্ডা, হিরো, টিভিএস, রানার ও এইচ পাওয়ার ব্রান্ডের বিভিন্ন বাইকে এই ছাড় থাকছে বলে জানায় প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা হুমায়ূন কবির নিরব।
উল্লেখ্য, ই-কমার্স সাইট কিউকম “বিগ ডিসকাউন্ট, বিগ সারপ্রাইজ” স্লোগানে গত ২৬ আগস্ট থেকে এর নতুনকরে “কিউকম কুইকার” এর চতুর্থ ক্যাম্পেইন চালু করে। এই ক্যাম্পেইনে আছে বাইক এবং মোবাইল ফোন। কুইকার ক্যাম্পেইনে অর্ডারের ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে থাকছে ডেলিভারির সুবিধা থাকছে বলে জানিয়েছে কিউকম।
একটি মন্তব্য
আপনারা বলেন তাড়াতাড়ি ডেলিভারি দিবেন but আপনাদের কথার সাথে কাজের কোনো মিল পাওয়া যায়না