দেশের টেক ভিডিও নির্মাতা ইউটিউবারদের বিশেষ সম্মাননা দিয়েছে ওয়ালটন মোবাইল। ইউটিউব ও ফেসবুকসহ সামাজিক ভিডিও মাধ্যমে ফোনের রিভিউ দেবার জন্য তাদের সম্মানিত করে ওয়ালটন। গত বুধবার ‘ওয়ালটন মোবাইল টেক রিভিউয়ার্স মিট-আপ’ নামে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে টেক রিভিউয়ারদের সম্মাননা দেয়া হয়। এসময় তাদের হাতে ক্রেস্ট ও নানা ধরনের গিফট হ্যাম্পার তুলে দেন ওয়ালটনের কর্মকর্তারা। পাশাপাশি বাজারে আসা নতুন স্মার্টফোন ‘প্রিমো এসএইট’ ফোনটি তাদেরকে রিভিউয়ের জন্য হস্তান্তর করা হয়।
সম্মাননা প্রাপ্ত ইউটিউব চ্যানেলগুলো হলো- এটিসি অ্যান্ড্রয়েড টো টো কোম্পানি, স্যামজোন, সোহাগ ৩৬০, টেক টু দ্য পয়েন্ট (টিটিপি), টেকভার্স, এআরকে টেক, এএফআর টেকনোলজি, টেকনিক্যাল ওমর এবং টেক থিয়েটার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর আদনান আফজাল, মোবাইল বিভাগের হেড অব রিসার্চ অ্যান্ড ইনোভেশন শামিম ইসলাম, ক্রিয়েটিভ অ্যান্ড কমিউনিকেশন্সের ইনচার্জ হাবিবুর রহমান তুহিন, প্রোসেস ইঞ্জিনিয়ারিংয়ের আরিফুল হক রায়হান, হেড অব বিজনেস ইন্টেলিজেন্স রেজা হাসান, মার্কেটিং কো-অর্ডিনেটর ওয়াশিক জাহান ঈশান এবং ডিজিটাল মার্কেটিং কো-অর্ডিনেটর ইমরান ইমু প্রমুখ।