দেশে করোনা ভাইরাস হানা দেয়ার পর থেকে সরকারি বিধি-নিষেধ’ মেনে অফিস করে আসছে দেশের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। করোনা ভাইরাসের পরিস্থিতি খারাপ হওয়াতে ‘বিধি-নিষেধ’ শিথিল হলেও ওয়ার্ক ফ্রম হোম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটির কর্মীরা।
প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম অনলাইনে চলমান থাকায়, অনেকেই সরাসরি অফিসে গিয়ে অফিস বন্ধ পান। আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
অনেকেই পক্ষে-বিপক্ষে নানা মতামত তুলে ধরেন। অনেকেই মনে করেন প্রতিষ্ঠানটি হয়তো তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
তবে সকল প্রশ্নের জবাব দিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ রাসেল। তিনি এক ফেসবুক স্ট্যাটাসে মাধ্যমে জানান, ইভ্যালির অফিস কার্যক্রম অনলাইনে বাসা থেকে চলছে। তাদের সকল সেবা সাবলীলভাবে চলমান রয়েছে।
এরই মধ্যে প্রতিষ্ঠানটি একটি জরুরি নোটিশ প্রদান করেছে। সেখানে বলা হয়েছে নিজ ঘরে বসে প্রতিষ্ঠানটির কর্মীরা অফিস কার্যক্রম পরিচালনা করছেন। চলছে পুরদমে ডেলিভারি কার্যক্রম। গ্রাহকদের সুবিধায় খোলা রয়েছে কাস্টমার কেয়ার।