৮ই জুন, ২০২৩ ইং বৃহস্পতিবার, ঢাকার বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন হল(৪) নবরাত্রি -এ রোসা ২য় কিচেন, বাথ অ্যান্ড লিভিং এক্সপো বাংলাদেশ ২০২৩-এর উদ্বোধন করা হয়। WEM আয়োজিত এই এক্সপো উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিন দিন ব্যাপী এই ইভেন্টটি প্রায় ১০০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণ করেছে, যাদের সকলেরই বাংলাদেশের ইন্টেরিয়র সেক্টরে বিশেষ অবদান রয়েছে। বাংলাদেশের ইন্টেরিয়র সেক্টর- এ একজন বিশিষ্ট প্রতিনিধি হিসেবে বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ এসোসিয়েশন- বিকা দেশে আধুনিক ইন্টেরিয়র ডিজাইনিং পণ্যের ব্যবহারকে উন্নীত করার লক্ষ্যে এই অনুষ্ঠানে যোগদান করেছে। বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ এসোসিয়েশন-বিকা এর সভাপতি, জনাব মারুফ লিকাত, বিকা’র সদস্য, এক্সপো অংশগ্রহণকারী এবং সম্মানিত অতিথিদের সমন্বিত দর্শকদের সামনে একটি আকর্ষণীয় বক্তৃতা দেন।
ইন্টেরিয়র সেক্টরে অনুপ্রেরণা এবং জ্ঞান-আদান-প্রদানের লক্ষ্যে, বিকা “Kitchen, Bath and living expo 2023 ” এর অংশ হিসাবে আজ ৯ই জুন, ৪টা থেকে ৬টা পর্যন্ত একটি বিশিষ্ট প্যানেল আলোচনার আয়োজন করেছে।যেখানে সম্মানিত বক্তা, স্থপতি শামসুল ওয়ারেস, স্থপতি নুরুর রহমান খান, স্থপতি শায়লা জোয়ার্দার এবং স্থপতি অমিতি কুন্ডু শিল্পে তাদের মুল্যবান বক্তব্য প্রদান করবেন। এক্সপোর দর্শকদের এই অধিবেশনে যোগদান করার জন্য এবং এই শিল্পের আলোকিত ব্যক্তিদের কাছ থেকে মূল্যবান দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।
উল্লেখ্য যে, আগামী ৮ জুন থেকে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয় রোসা ২য় কিচেন, বাথ অ্যান্ড লিভিং এক্সপো বাংলাদেশ ২০২৩। যুক্তরাজ্য, জার্মানি, ইটালি, আরব আমিরাত, শ্রীলংকা, ভারত ও স্বাগতিক বাংলাদেশসহ ৭ টি দেশের ৭০ টি ব্র্যান্ড একই ছাদের নিচে অংশ নিচ্ছে তিনদিনব্যাপী এ মেলায়।
দেশের অন্যতম ইভেন্ট প্রতিষ্ঠান ওয়েম বাংলাদেশের আয়োজনে মেলার স্ট্রাটেজিক পার্টনার রিহ্যাব ও সহযোগিতায় রয়েছে ইন্টেরিয়র ডিজাইনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, এসোসিয়েট পার্টনার বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ এসোসিয়েশন এবং এয়ারলাইন্স পার্টনার ইউএস বাংলা এয়ারলাইন্স।
প্রস্তুতকারক, রফতানিকারক এবং সরবরাহকারীরা তাদের নতুন পণ্য, আধুনিক প্রযুক্তি এবং নিজেদের দক্ষতা বিশ্বব্যাপী তুলে ধরার সুযোগ পাচ্ছেন এ এক্সপোতে। সেই সাথে থাকবে স্পট অর্ডারের সুযোগ।
তিন দিনব্যাপী এ প্রদর্শনী দর্শনার্থী ও ক্রেতা-বিক্রেতাসহ সকলের জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত। মেলার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে রোনা, প্রাচি স্পন্সর আরএকে ও সুইস প্লাস, গোল্ড স্পন্সর স্টেলা ও হুইদা এবং সিলভার স্পন্সর হ্য প্যাসডাম এন্ড জ্যাকুয়ার।মেলায় এয়ারলাইন্স পার্টনার ইউ এস বাংলা এয়ারলাইন্স।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পণ্য প্রদর্শনীর পাশাপাশি ৩ দিন ব্যাপী এই এক্সপোতে স্টুডে ডিজাইন কম্পিটিশন, ওয়ার্কশপ, বায়ার সেলার মিটিং, ইনোভেশন এক্সচেঞ্জ ও জব সার্চ। এছাতা প্রতিদিন থাকছে রাফেল ড্রতে আকর্ষনীয় পুরস্কার।
-ডেস্ক নিউজ