অনলাইন কেনাকাটায় গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও ভর্তুকি গ্রহণ বন্ধে নতুন খসড়া আইন প্রস্তাব করেছে চীনের বাজার নিয়ন্ত্রক সংস্থা। অনলাইন প্লাটফর্মগুলো গ্রাহকদের কেনাকাটার ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের চার্জ যুক্ত করে। স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশনসের তথ্যানুযায়ী, কোনো প্রতিষ্ঠান এ আইন লঙ্ঘন করলে তাদের বার্ষিক আয়ের ওপর দশমিক ১ থেকে দশমিক ৫ শতাংশ জরিমানা আরোপের পাশাপাশি সার্বিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
রয়টার্স