যাঁরা কথা বলতে কিংবা শুনতে পান না, তাঁদের যোগাযোগের একমাত্র মাধ্যম ইশারা ভাষা (সাইন ল্যাঙ্গুয়েজ)। ইশারা ভাষা ব্যবহার করেই বাক্ ও শ্রবণপ্রতিবন্ধীরা নিজেদের মনের ভাব আদান-প্রদান করেন। আর তাই এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে (এআই) ইশারা ভাষা শেখানোর উদ্যোগ নিয়েছেন নেদারল্যান্ডসের লেইডেন বিশ্ববিদ্যালয়ের গবেষক ম্যানোলিস ফ্র্যাগকাইডাকিস।
ম্যানোলিস ফ্র্যাগকাইডাকিস কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে (এলএলএম) ইশারা ভাষা শেখাচ্ছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘ইশারা ভাষা অন্য ভাষার চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময়। একক ইশারা ভাষা তৈরি করা বেশ কঠিন। আমরা ইশারা ভাষার অভিধান তৈরির জন্য একটি টুল তৈরি করেছি। টুলটির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ইশারা ভাষা ব্যবহারকারীদের হাতের নড়াচড়া শনাক্ত করে তাদের মনের ভাব বুঝতে পারে। এটি মোটেও সহজ কাজ নয়।’