ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিন এর মুক্তির দাবিতে রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় ইভ্যালির ধানমন্ডি অফিসের সামনে স্মারক লিপিতে গনস্বাক্ষর প্রদান কর্মসূচীর ঘোষণা দিয়েছেন গ্রাহকরা। তারা জানান, এই স্মারকলিপি স্বরাষ্ট্র মন্ত্রনালয় সহ সরকারের বিভিন্ন দপ্তরে প্রদান করা হবে। আগামীকাল বিকাল ৪ টায় ইভালি অফিসের সামনে সমবেত হতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে অনুরোধ করেন তারা।
তারা আরও জানান, ঢাকার বাইরের ইভ্যালি সমর্থকদের স্বাক্ষরও নিবেন তারা।
বাংলাদেশ ই-কমার্স কাস্টমার অ্যাসোসিয়েশন গ্রুপের প্রতিষ্ঠাতা ও সভাপতি জুবায়ের আহমেদ হৃদয় বলেন, সকল গ্রাহক,সেলার,মার্চেন্টসহ সকল ইভ্যালি সমর্থকরা গনস্বাক্ষর কর্মসূচীতে অংশগ্রহন করুন। আমরা সবাইকে পাশে চাই।
৪টি মন্তব্য
আমি চাই রাসেল ভাইকে মুক্তি দেয়া হোক , একমাত্র রাসেল ভাই পারবে সবার টাকা দিতে ,আর রাসেল ভাই কোনো অপরাধ করে নাই সে শুধু সময় টাই চেয়েছে আর আমরা তাকে সময় দিয়েছি ?
#নিঃস্বার্থে_ইভ্যালি_সিওর_মুক্তি_চাই
#Save_Evaly
#save_ecommerce
#save_customers
save evaly
save e-commerce
আমি চাই রাসেল ভাইকে মুক্তি দেয়া হোক , একমাত্র রাসেল ভাই পারবে সবার টাকা দিতে ,আর রাসেল ভাই কোনো অপরাধ করে নাই সে শুধু সময় টাই চেয়েছে আর আমরা তাকে সময় দিয়েছি ?
#নিঃস্বার্থে_ইভ্যালি_সিওর_মুক্তি_চাই
#Save_Evaly
#save_ecommerce
#save_customers