আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগে জনপ্রিয় মিডিয়া ব্যাক্তিত্ব ও অভিনেতা তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক মামলা দায়ের করেন।
গত ৪ ডিসেম্বর (শনিবার) ডিএমপির ধানমন্ডি থানায় মামলা হয় বলে নিশ্চিত করে পুলিশ। প্রতারণা অভিযোগে করা মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিব হাসান। গ্রাহকের অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় আসামি করা হয়েছে গ্রেপ্তার ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল, তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন, আকাশ, আরিফ, তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা, শবনম ফারিয়া, তাহের ও মো. আবু তাইশ কায়েসকে।