ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ওনার্স এসোসিয়েশন – বিডকোয়া’র গ্রান্ড ইফতার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মার্চ, ২০২৪) ‘বিডকোয়ার’ আহ্বায়ক মোহাম্মদ আলী ভুঁইয়ার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান সজীবের পরিচালনায় ও ইন্জিনিয়ার ফরহাদুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক মো: সাবিত হোসেনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বিডকোয়া’র সিনিয়র সহ সভাপতি এস এম রেজাউল হক, সহ-সভাপতি মোহাম্মদ শাহরিয়ার খান, সহ সভাপতি, সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ইমন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ) আবদুল্লাহ আল মামুন, পরিচালক (দফতর) ফজলুল হক উজ্জ্বল, পরিচালক (মিডিয়া ও প্রচার) ফিরোজ আহমেদ, পরিচালক (গর্ভমেন্ট অ্যাফেয়ার্স) অরুপা দত্ত, পরিচালক (নারী বিষয়ক) সারিয়া শারমিন, পরিচালক (আন্তর্জাতিক) তাসনুভা আসলাম, পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স) মুয়াজ বিন হাবিব, পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) হাবিবুর রহমান, পরিচালক মো: সাইফুল ইসলাম সহ অ্যাসোসিয়েশনের উপদেষ্টাবৃন্দ ও সাধারন সদস্যবৃন্দ।
এছাড়াও ইন্টেরিয়র সেক্টরের বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে আকিজ বোর্ড, বার্জার, তিলোত্তমা, আর এ কে, ওয়াল্ড ইভেন্ট ম্যানেজমেন্ট (ওয়েম), এক্সমনিকা, বিআরবি ক্যাবল প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ওনার্স অ্যাসোসিয়েশন (বিডকোয়া) ইন্টেরিয়র সেক্টরে বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রনালয় কতৃক ছাড়পত্রপ্রাপ্ত একমাত্র সংগঠন।