গত ৬ এপ্রিল শনিবার ইন্টারন্যাশনাল বিজনেস নেটওয়ার্ক-আইবিএনের লিমিটেডের উদ্যোগে রাজধানীর মিরপুরের গ্র্যান্ড প্রিন্স হোটেলে দোয়া ও ইফতার মাহফিল সফলতার সাথে আয়োজন করা হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত ও পরিচিতি পর্বের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে আইবিএনের ব্যবস্হাপনা পরিচালক ডি.এম. এমদাদুল হক শেয়ারহোল্ডারদের সাথে প্রতিষ্ঠানের বিভিন্ন সম্ভাব্য দিক তুলে ধরেন। তিনি শেয়ারহোল্ডারদের মধ্য থেকে নয় সদস্যের একটি পরিচালনা কমিটি ঘোষণা করেন।
কমিটির মধ্যে প্রেসিডেন্ট হিসেবে মোঃ জহিরুল ইসলাম, সেক্রেটারি রেজা নূর আলম, সেক্রেটারি শেয়ার হোল্ডার মোঃ আরিফুর রহমান, সেক্রেটারি লিগেল এ্যাফেয়ারস এডভোকেট হেলাল উদ্দিন, সেক্রেটারি ইন্টান্যাশনাল এ্যাফেয়ারস সালমান হায়দার, সেক্রেটারি টুরিজম মোঃ মনিরুজ্জামান, অফিস সেক্রেটারি এস এম মাকসুদুর রহমান, সেক্রেটারি উইমেন এ্যাফেয়ারস রুপালী ইসলাম এবং আইবিএনের ডিরেক্টর মধ্য হতে কমিটিতে প্রতিনিধি হিসেবে আইবিএনের পরিচালক মোঃ আব্দুল মান্নান। এছাড়া পরিচালকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আবদুল মান্নান, কাজী মিজানুর রহমান, নাজরাতুন নাইম ও মো: শামীম আকরাম।
সভাপতির বক্তব্যে প্রফেসর মুহাম্মদ শাহ আলম চৌধুরী বলেন আইবিএন সকলের পরামর্শ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশে ও আন্তর্জাতিক ভাবে ব্যবসা সম্প্রসারণে সদস্যদের জন্য কাজ করবে। মোনাজাত পরিচালনা করেন মোঃ মনিরুজ্জামান এবং অনুষ্ঠানটি সঞ্চালন করেন আইবিএনের পরিচালক নাজরাতুন নাইম। দোয়া ও ইফতার মাহফিলে প্রায় ষাটজন সদস্য উপস্থিত ছিলেন।