দেশে প্রথমবারের মতাে আয়ােজিত হয়েছে ইনফ্লুয়েন্সার ভিত্তিক রেড-কার্পেট মেগা-ইভেন্ট ‘দ্য মার্ভেল অব টুমরাে’। দ্য ইয়াের্স ট্রলি-এর গবেষণা ভিত্তিক ইনফ্লুয়েন্সর ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম ‘দ্য মার্ভেল-বি ইউ’ কর্তৃক মেগা-ইভেন্টটি আয়ােজিত হয়। দেশের যেসকল সােশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা তাদের কাজের মাধ্যমে গত দুই বছরে সমাজে ইতিবাচক ভূমিকা রেখে আসছে, তাদের স্বীকৃতি ও সম্মাননা প্রদানই ছিলাে এই আয়ােজনের মূল উদ্দেশ্য। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন-এর প্রধান পৃষ্ঠপােষক সীমা হামিদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ (বিপু), এমপি। ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির সাথে জড়িত অতিথিবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটিতে ১৫টি ক্যাটাগরিতে পুরষ্কার বিতরণ করা হয়। ‘দ্য মার্ভেল অব টুমরাে’ প্ল্যাটফর্মের মাধ্যমে ইনফ্লুয়েলাররা নিজ নিজ ইন্ডাস্ট্রি এবং তার বাইরে করা পরিবর্তনসমূহ তুলে ধরেছেন। দেশে প্রথমবারের মতাে এমন একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
১৫টি ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত বিজয়ীরা হলেন- রাফসান দ্য ছােটভাই, ফুড ব্লগার; হাবিবা আক্তার সুরভী, ফ্যাশন; সাদাত হােসাইন, রাইটার; যৌথভাবে ডা, সাকলায়েন রাসেল এবং সােহেল তাজ, ওয়েল বিং; অন্তিক মাহমুদ, আর্ট; প্রীতম হাসান, মিউজিক; নাভিন আহমেদ, মেকআপ; হৃদি শেখ, ড্যান্স; যৌথভাবে থটস অব শামস এবং রাশেদুজ্জামান রাকিব, কনটেন্ট ক্রিয়েটর; ফারদিন শরীফ (বাংলার রান্নাঘর), কুকিং; যৌথভাবে নাদির অন দ্য গাে এবং নিয়াজ মাের্শেদ (ট্র্যাভেলারস অব বাংলাদেশ), ট্র্যাভেল; মুনজেরিন শহীদ, কমিউনিটি এংগেজমেন্ট; মুনেম ওয়াসিফ, ফটোগ্রাফি; রাফসান সাবাব, স্ট্যান্ডআপ কমেডি; এবং আয়মান সাদিক, বিজনেস নেক্সট জেন। বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন- জুবায়ের তালুকদার, মাহমুদা চৌধুরী মলি এবং শাহ রাফায়েত চৌধুরী, কমিউনিটি এংগেজমেন্ট; শিমারগার্ল, মেকআপ।
অনুষ্ঠানে প্রধান অতিথি, ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন-এর প্রধান পৃষ্ঠপােষক সীমা হামিদ বলেন, “বর্তমান সােশ্যাল মিডিয়া ইনফ্লুয়েলাররা দেশের জনগণকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করছে। তাদের কাজ দেখে আমাদেরও অনেক কিছু শেখার আছে। তাই সকল ইনফ্লুয়েলারদের প্রতি আমার আহ্বান, সমাজে আপনাদের কাজের কেমন প্রভাব পড়ছে তা অবশ্যই খেয়াল রাখবেন এবং ভালাে কাজ করে দেশ ও জাতিকে সমৃদ্ধ করার চেষ্টা চালিয়ে যাবেন।” তিনি আরও বলেন, “দ্য মার্ভেল-বি ইউ সত্যিই চমৎকার একটি প্ল্যাটফর্ম এবং এমন একটি অনুষ্ঠান আয়ােজন করায় সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ।”
গেস্ট অব অনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, এমপি বলেন, “করােনা মহামারিতে অসংখ্য সংকটময় পরিস্থিতির সাক্ষী হয়েছি আমরা। তবে এর মাঝেও দেশের সােশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা সমাজে যেই ইতিবাচক প্রভাব সৃষ্টি করেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমার বিশ্বাস, তাদের হাত ধরেই আগামী দিনের বাংলাদেশ হয়ে উঠবে সুন্দর, পরিবেশবান্ধব ও আধুনিক।” তিনি আরও বলেন, “ইনফ্লুয়েলারদের দেখেই ভবিষ্যত প্রজন্ম নিজেদের প্রস্তুত করে তুলছে। তাই দেশের ভবিষ্যত গঠনে তাদের দায়িত্ব ও কর্তব্য সীমাহীন। দেশের সকল ইনফ্লুয়েন্সারদের চমৎকার কাজগুলােকে দেশবাসীর কাছে তুলে ধরায় আয়ােজকদের অসংখ্য ধন্যবাদ।”
‘দ্য মার্ভেল অব টুমরাে’ দেশের সর্ববৃহৎ ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। ব্র্যান্ড ও ইনফ্লুয়েলারদের স্বীকৃতি প্রদানে এবং এই ইন্ডাস্ট্রির বিকাশ সাধনে ‘দ্য মার্ভেল-বি ইউ’ একটি অনন্য প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটি ইনফ্লুয়েন্সারদের জন্য নেটওয়ার্কিং আরও সহজলভ্য করবে।
‘দ্য মার্ভেল অব টুমরাে ইনফ্লুয়েলার্স অ্যাওয়ার্ড ২০২১’-এর টাইটেল স্পন্সর ‘দারাজ’। সহযােগী পার্টনার হিসেবে আছে ‘পােলার’ ‘হাংরিনাকি’, ‘কান্টার’, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডস। দুর্দান্ত বুথ এক্সপেরিয়েন্স এবং হ্যান্ডসেট পার্টনার হিসেবে আছে “স্যামসাং”। ব্রডকাস্ট পার্টনার হিসেবে থাকছে ‘নাগরিক টিভি’। ক্যাম্পেইন, পিআর ও ডিজিটাল পার্টনার ‘কনসিটো পিআর’, ‘সি থ্রি সিক্সটি’, ‘জাস্টস্টোরিস’ ও ‘ম্যাডমেন ডিজিটাল’। কমিউনিটি আউটরিচ পার্টনার ‘পরিবর্তন করি’ ও ‘জেসিআই ঢাকা নর্থ’। কালচারাল মিউজিক পার্টনার হিসেবে রয়েছে ‘ইউথ বাংলা কালচারাল ফাউন্ডেশন’। ইভেন্ট এক্সিকিউশন পার্টনার হিসেবে আছে ‘ওয়াটারমার্ক’। এছাড়া গ্রুমিং পার্টনার ‘প্রিভে’,
মার্চেন্ডাইজ পার্টনার ‘টুয়েলভ ক্লোথিং’; মিউজিক অ্যান্ড সাউন্ড এফেক্ট পার্টনার ‘অ্যাক্সপার্ট প্রােডাকশনস’; ফটোগ্রাফিতে আছে ‘ড্রিম
উইভার্স’। হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ‘রেডিসন’। এছাড়া অন্যান্য পার্টনারদের মধ্যে রয়েছে ব্র্যান্ড প্র্যাকটিশনারস বাংলাদেশ, ‘ডিসিসি কমার্শিয়াল’, ‘ড্যাপার্স’ এবং ‘আনজারা’।