ঢাকায় চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ সোমবার (২২ জানুয়ারি)। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার রাজধানীতে তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুর জেলা ও নঁওগার বদলগাছীতে। সেখানে ৮.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। সর্বোচ্চ ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। তা কিছু জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ হিসেবে বিস্তারলাভ করতে পারে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের ৪০ জেলায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
কুয়াশার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে আজ মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে।