নায়িকাদের সৌন্দর্যে মুগ্ধ ৮ থেকে ৮০। উজ্জ্বল ত্বক আর ঝলমলে চুল তাদের সৌন্দর্যকে করে তোলে আরও মোহনীয়। অনেকের ধারণা, এই সবকিছু প্রসাধনের কারসাজি। আসলে তা নয়। নায়িকাদের এই মনমাতানো সৌন্দর্যের পেছনে নানান রহস্য লুকিয়ে আছে। এই যেমন ঢালিউডের তরুণ প্রজন্মের অভিনেত্রী শিরিন শিলা তার সৌন্দর্যের রহস্য নিয়ে বলেন, ‘আমাদের নায়িকাদের সৌন্দর্যের পিছনে অবশ্যই একটি রহস্য থাকে। তবে ফর্সা হতে চাওয়াকে সৌন্দর্য বলা হয় না। স্বাস্থ্যসম্মত স্কিনই হলো সৌন্দর্যের প্রথম ধাপ। আর হারবাল প্রোডাক্টের কোন বিকল্প নেই।’
এজন্যই গত সোমবার রাজধানীর ধানমণ্ডিতে আমলকি ফেসওয়াশ উদ্বোধন করেন এই অভিনেত্রী। আমলকি হারবাল কোম্পানির মেইড ইন বাংলাদেশ পণ্য ‘আমলকি ফেইস ওয়াশ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংবাদ উপস্থাপক মুমতাহিনা হাসনাত রিতু, আমলকি হারবালের ব্যবস্থাপনা পরিচালক হারবালিস্ট নন্দিতা শারমিন এবং মডেল অন্ত করিম।
শিরিন শিলা বলেন, ‘আমার সৌন্দর্য যেন ধরে রাখতে পারি তাই আমি হারবাল প্রোডাক্ট ব্যবহার করে থাকি। যে ফেসওয়াস দুটি আমি উদ্বোধন করছি তা আমি নিজেও ব্যবহার করেছি। অসাধারণ ফিডব্যাক পেয়েছি। আমলকি’র নতুন চন্দন গ্লোয়িং ফেসওয়াশ এবং একনি কেয়ার ব্রাইটনিং- দুটি ফেসওয়াশই ত্বকের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই কাজ করবে।’