দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম নাম আলেশা মার্ট ইতিমধ্যেই ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট গ্লোবাল ডেটাবেজের অংশ হয়েছে। ২০২১ সালের ২ সেপ্টেম্বর ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট সাউথ এশিয়া মিডল ইস্ট লিমিটেডের কাছ থেকে এ সংক্রান্ত একটি সনদ পেয়েছে প্রতিষ্ঠানটি।
এই সনদে উল্লেখ করা হয়, আলেশা মার্টের ডিঅ্যান্ডবি ডি-ইউ-এন-এস নম্বর ৭৩-১৭৬-০৫৫৪। জানা গেছে, আলেশা মার্ট-এর আয়-ব্যয় এবং লাভ-ক্ষতির ব্যালেন্স শিটে কোনো ধরনের অসঙ্গতি না থাকায় এই সনদ অর্জন করেছে।
এর আগেও আইএসও সনদ অর্জন করেছে আলেশা মার্ট। আলেশা মার্টের পক্ষ থেকে বলা হয়, তাদের ম্যানেজমেন্ট ই-কমার্স পরিচালনা করার মতো যথেষ্ট দক্ষতাসম্পন্ন সবসময়ই ছিল, এখনও আছে। অর্ডার এবং ডেলিভারির মাঝে প্রতিশ্রুতির বাইরে বাড়তি কোনো দীর্ঘসূত্রিতাও নেই।
বর্তমানে প্রায় ২২ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তা এই ই-কমার্স প্ল্যাটফর্মের হয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, যেহেতু আলেশা মার্ট আলেশা হোল্ডিংস লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের আরও ১৩টি অঙ্গ প্রতিষ্ঠান থাকায় যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আলেশা মার্টকে কারোর দ্বারস্থ হতে হবে না। গ্রাহকদের কাছে ই-কমার্স ব্যবসার আস্থার জায়গা পুনরায় ফিরিয়ে আনতে যেকোনো সরকারি উদ্যোগকে সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি।