২১শে ফেব্রুয়ারী, ২০২৪, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ওনার্স এসোসিয়েশন (বিডকোয়া) এক দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে।
বিডকোয়ার সদস্য ও ইন্টেরিয়র কোম্পানির মালিকদের ব্যাপক উপস্থিতিতে জাতীয় শহীদ মিনারে ভাষা শহীদদের অমর স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়। “একুশে ফেব্রুয়ারি ২০২৪ মাতৃভাষা দিবস উদযাপন” কমিটির আহ্বায়ক মোঃ মুরাদ হোসেনের নেতৃত্বে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিডকোয়ার সভাপতি মোহাম্মদ আলী ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সজীবের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাবিত হোসেন, পরিচালক মুরাদ হোসেন, তাসনুভা আসলাম, হাবিবুর রহমান ও সাইফুল ইসলাম প্রমুখসহ বিডকোয়ার অনান্য সদস্যগণ।
পরবর্তীতে বিডকোয়া কার্যালয়ে “মাতৃভাষা ও আমাদের দায়িত্ব” বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
বিডকোয়া’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান সজিব বলেন, মুক্তিযোদ্ধাদের অক্লান্ত লড়াই ও আত্মত্যাগের পর বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে যে স্বাধীনতার অন্যতম লড়াই ছিল ভাষার জন্য লড়াই। এই স্বাধীনতা অর্জনের পর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ হয় নিজের মাতৃভাষা বাংলার প্রতি দায়বদ্ধতার কথা মনে রেখেই। ইতিহাসের পাতায় শুধু ভাষার জন্য আন্দোলন এবং নতুন দেশের জন্ম— এর দ্বিতীয় কোনও উদাহরণ পাওয়া অসম্ভব। আমরা ভাষা আন্দোলন দেখি নাই, আমরা স্বাধীনতা দেখি নাই তাই আমরা আজকে ভাষা শহীদদের সম্মান করে কিছুটা হলে অনুভব করার চেষ্টা করি।
বিডকোয়া’র সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়া বলেন, একুশ হলো শোষকের বিরুদ্ধে শেষ করের, অসুন্দরের বিরুদ্ধে সুন্দরের ও অন্ধকারের বিরুদ্ধে আলোর চিরন্তন সংগ্রামের স্মৃতি। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, ভাষাশহীদরা জাতির শ্রেষ্ঠ সন্তান। এই দিনে আমাদের সব ধরণের অত্যাচার, অন্যায়, শোষণ ও নিষ্প্রয়াসের বিরুদ্ধে মাথা উচু করে দাঁড়ানোর প্রতিজ্ঞা নিতে হবে।
আলোচনায় বক্তরা বলেন যে, একুশে ফেব্রুয়ারির চেতনা হল বাঙালি জাতীয়তাবাদের মূল উৎস। তাই প্রতিটি বাঙালির উচিত তার পরবর্তী প্রজন্ম এবং নিজের প্রজন্মতে এটি ধারণ করা এবং লালন করা।
বিডকোয়া’র চট্টগ্রাম শাখা থেকেও নিবন্ধিত সদস্যদের নিয়ে বিডকোয়া’র পরিচালক মোস্তাফিজুর রহমান শাওন এর নেতৃত্বে
শহীদ মিনারে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয় ।