যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ এখন চমৎকার মাধ্যম। তবে হোয়াটসঅ্যাপের বড় অসুবিধা হচ্ছে একটি ডিভাইসে শুধুমাত্র একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা যায়। বিশেষ করে ডুয়েল-সিম স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এটি বড় সমস্যা। কারন দুটি নম্বরেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সক্রিয় রাখা যায় না। তবে কিছু কাজের মাধ্যমে ডুয়েল-সিম স্মার্টফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যায়।
পদ্ধতি ১: হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ ব্যবহার করা
একই ডিভাইসে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার এটি সবচেয়ে সহজ ও নিরাপদ সমাধান।
প্রক্রিয়া
১. গুগল অথবা অ্যাপল প্লে স্টোরে যাওয়ার পর হোয়াটসঅ্যাপ বিজনেস সার্চ করতে হবে।
২. সংশ্লিষ্ট অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করে নিতে হবে
৩. সেটআপ প্রক্রিয়া শুরু করতে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ ওপেন করতে হবে
৪. যে নম্বরটি এখনো হোয়াটসঅ্যাপে নিবন্ধন করা হয় নি অথবা সেকেন্ডারি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করতে ইচ্ছুক সে নম্বরটি প্রবেশ করাতে হবে
৫. দ্বিতীয় পর্যায়ের ভেরিফিকেশনের জন্য ওটিপি দিতে হবে
৬. আপনি ব্যাকআপ রিস্টোর করতে পারেন অথবা এ ধাপ এড়িয়ে যেতে পারেন
৭. একটি বিজনেস নাম অথবা ব্যাক্তিগত নাম দিতে হবে এবং আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য একটি প্রোফাইল ছবি বাছাই করতে হবে
৮. সেটআপ প্রক্রিয়া শেষ করার পর দ্বিতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ব্যবহার করা যাবে।
প্রক্রিয়া ২: ডুয়েল হোয়াটসঅ্যাপের জন্য প্যারালাল স্পেস অ্যাপ ব্যবহার করা
বেশিরভাগ অ্যান্ড্রয়েড ডিভাইসে প্যারালাল স্পেস, ডুয়েল অ্যাপস, অ্যাপ ক্লোনার এররকম বিভিন্ন নাম ও ফিচারে থাকে।
প্রক্রিয়া
১. ডুয়েল সিম অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সেটিং অ্যাপে যাওয়ার পর ডুয়েল অ্যাপস অথবা প্যারালাল স্পেস অ্যাপ সেটিংসে এ যেতে হবে
২. এরপর হোয়াটসঅ্যাপ এপ্লিকেশনের জন্য ডুয়েল অ্যাপ মোড অন করতে হবে
৩. এই ধাপ আপনার হোম স্ক্রিন অথবা অ্যাপ ড্রয়ারে একটি সেকেন্ডারি হোয়াটসঅ্যাপ আইকন তৈরি করবে
৪. ডুয়েল অ্যাপ্লিকেশন ওপেন করতে হোয়াটসঅ্যাপ ক্লোন এ ক্লিক করতে হবে
৫. অ্যাকাউন্ট সম্পন্ন নিশ্চিত এবং ভেরিফিকেশন কাজ সমাপ্তের জন্য ভেরিফিকেশন কোড দিতে হবে
৬. ইচ্ছে হলে ব্যাকআপ রিস্টোর করা যাবে অথবা এটি স্কিপ করা যাবে
৭. একটি বিজনেস নেম অথবা পার্সোনাল নাম দেয়ার পর প্রোফাইল পিকচার বাছাই করলেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে
৮. এভাবে সেটআপ প্রক্রিয়া শেষ হওয়ার পর হোয়াটসঅ্যাপের দ্বিতীয় অ্যাকাউন্টটি চালু হবে
প্রক্রিয়া ৩: জিবি হোয়াটসঅ্যাপ ব্যবহার
জিবি হোয়াটসঅ্যাপ একটি আনঅফিশয়াল মোড। এমনটি এটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যানও করতে পারে। এছাড়া এই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরেও পাওয়া যায় না। তবে ওয়েবসাইট থেকে এপিকে ডাউনলোড করে এটি ফোনে লোড করা যায়।
প্রক্রিয়া
১.এপিকে অব জিবি হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা
২.আপনি যদি ক্রোম ব্রাউজার থেকে কোন অ্যাপ সাইডলোড না করে থাকেন অজানা উৎসগুলো ইনস্টল করতে পারবেন।
৩.সেটআপ প্রক্রিয়া শুরুর জন্য জিবি হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে
৪ হোয়াটস অ্যাপে রেজিস্টার হয়নি এমন মোবাইল নম্বর অথবা যে নম্বরটি সেকেন্ডারি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য ব্যবহার করা হবে তা প্রবেশ করানো
৫.পরবর্তী ধাপের ভেরিফিকেশনের জন্য ওটিপি দিতে হবে
৬. প্রয়োজন হলে ব্যাকআপ রাখা যাবে
৭.একটি নাম বাছাইয়ের পর প্রোফাইল পিকচার বাছাই করতে হবে
৮.সেটআপ প্রক্রিয়া শেষ হওয়ার পর সেকেন্ডারি নম্বরটি ব্যবহার করা যাবে
একই মোবাইল ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য উপরিরোক্ত প্রক্রিয়াগুলো ব্যবহার করা যায়। এ সবই অ্যান্ড্রয়েড ফোনের জন্য কাজ করলেও আপনি আইফোনে হোয়াটসঅ্যাপ বিজনেস মেথডের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন