যুক্তরাষ্ট্রে টিকটকে কেনাকাটা চালু হওয়ার খবরটি বেশ গুরুত্বপূর্ণ। টিকটক একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম, যার বিশ্বব্যাপী প্রায় ১০০ কোটি ব্যবহারকারী রয়েছে। যুক্তরাষ্ট্রে এই প্ল্যাটফর্মের প্রায় ১৫ কোটি ব্যবহারকারী রয়েছে।
টিকটকে কেনাকাটা চালু হওয়ার ফলে ব্যবহারকারীরা তাদের পছন্দের পণ্য টিকটক অ্যাপের মাধ্যমেই কিনতে পারবেন। এতে তাদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ ও আনন্দদায়ক হবে।
টিকটক কর্তৃপক্ষ আশা করছে, এই নতুন সেবাটি এশিয়ার অনলাইন প্ল্যাটফর্ম ‘শিন’ ও পিডিডি হোল্ডিংয়ের ‘তেমুর’ মতো সাড়া ফেলবে।
টিকটকের নতুন কেনাকাটা ফিচারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:
- শপ ট্যাব: এটিতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য প্রদর্শন করতে পারবে।
- লাইভ স্ট্রিমিং: ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য লাইভ স্ট্রিমের মাধ্যমে প্রদর্শন করতে পারবে।
- কনটেন্ট নির্মাতাদের বিক্রয়যোগ্য কনটেন্ট তৈরির টুল: কনটেন্ট নির্মাতারা তাদের ভিডিওতে পণ্যের লিঙ্ক যুক্ত করতে পারবেন।
টিকটকের এই নতুন সেবাটি মার্কিন যুক্তরাষ্ট্রে ই-কমার্স খাতে প্রতিযোগিতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।
টিকটকের অনলাইন বাজার ব্যবস্থা এখন থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যেও পাওয়া যাচ্ছে।