মিরপুরের প্রিন্স হোটেলের কনফারেন্স রুমে শেয়ার হোল্ডারস ইসি কমিটির প্রেসিডেন্ট মোঃ জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি প্রফেসর সৈয়দ ফখরুল হাসান বলেন ‘আইবিএনের অগ্রগতি চোখে পড়ার মতো।
আইবিএনের সদস্যরা আন্তর্জাতিক ব্যবসায়িক পরিমন্ডলে ইতিবাচক ভাবমূর্তি অক্ষুণ্ন রাখবে।’ পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে সভা শুরু হবার পর ইসি সেক্রেটারি রেজা নূর আলম শেয়ার হোল্ডারস নীতিমালা পাঠ করেন। আইবিএনের ব্যাবস্থাপনা পরিচালক ডি.এম. এমদাদুল হক আইবিএনের বিভিন্ন কাযক্রম তুলে ধরেন।
আইবিএনের পরিচালক আব্দুল মান্নান ল্যান্ড প্রজেক্টের ব্যাপারে শেয়ার হোল্ডারদের সাথে কথা বলেন এবং বিভিন্ন দিক তুলে ধরেন। আইবিএনের একটিং চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ শাহ আলম চৌধুরী সবাই কে ধন্যবাদ জানিয়ে বুফে ব্রেক ফাস্টে অংশ গ্রহণের জন্য আমন্ত্রণ জানান। সভা সঞ্চালনা করেন আইবিএনের পরিচালক নাজরাতুন নাইম। এছাড়াও আইবিএনের পরিচালকদের মধ্যে কাজী মিজান, আঃ হামিদ, মিঃ শামীম সহ অনেক শেয়ার হোল্ডারগন অংশ গ্রহণ করেন।