মানবিক বিবেচনায় ধামাকা শপিং ডট কম এর বিরুদ্ধে কোন আইনগত পদক্ষেপ না নিতে ধামাকার সেলারদের প্রতি অনুরোধ জানিয়েছে ইনভেরিয়েন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন চিশতী।
এক অনুরোধ পত্রে চিশতি বলেন, আপনাদের সাথে আমাদের প্রতিষ্ঠানের দীর্ঘদিনের এক ব্যবসায়িক সম্পর্ক ইতিমধ্যে গড়ে উঠেছে এবং আপনারা আমার প্রতিষ্ঠানের সম্মানিত সেলার। আপনারা ইতিমধ্যে জানেন যে, আমাদের দেশে ই-কমার্স প্রতিষ্ঠান গুলো অনেক সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে এমনকি আমাদের প্রতিষ্ঠান ও তার বাইরে নয়। আমরা জানি আপনারা অনেক সমস্যার মধ্যে দিয়ে নিজেদের ব্যবসায়িক ও সামাজিক জীবন অতিবাহিত করছেন কিন্তু অনেক দুঃখজনক হলেও সত্য এরকম কঠিন পরিস্থিতিতে আমরা আপনাদের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক এখনও চলমান রাখার জন্য আপ্রান চেষ্ঠা করে যাচ্ছি। আপনারা অবগত আছেন, আমাদের প্রতিষ্ঠানের নামে বনানী থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে একটি মামলা হয়েছে। আমরা আমাদের বিরুদ্ধে অন্যান্য মামলার মত উক্ত মামলাতেও পদক্ষেপ নিতে যাচ্ছি এবং আইন মান্য করে সকল বাধা অতিক্রম করে আবার অপনাদের সাথে ব্যবসা শুরু করবো।
সেলারদের প্রতি অনুরোধ জানিয়ে মানবিক বিবেচনায় কঠিন পরিস্থিতিতে ধামাকার পাশে থাকতে এবং প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোন প্রকার আইনগত পদক্ষেপ না নিয়ে পাশে থেকে সহায়তার কথা বলা হয়। ধারাবাহিকভাবে সেলারদের সকল পাওনা পরিশোধ করে ব্যবসা সচল করার কথাও বলেন তারা।