১৯৯৪ সালের ৫ জুলাই অ্যামাজন প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ২৭ বছর প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের পর আনুষ্ঠানিকভাবে পদ ছাড়লেন জেফ বেজোস। আর আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেছেন ২০০৩ সাল থেকে অ্যামাজন ওয়েব সার্ভিসেস পরিচালনাকারী অ্যান্ডি জেসি।
বেজোস এখন থেকে নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। গত মাসে অংশীদারদের নিয়ে আয়োজিত বৈঠকেই ৫ জুলাই দায়িত্ব হস্তান্তরের ঘোষণা দেয়া হয়েছিলো।
অ্যামাজনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহুর্ত, কারণ অ্যামাজনের দীর্ঘ ইতিহাসে একজনই প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন। বেজোসের নেতৃত্বে শূণ্য থেকে যাত্রা শুরু করে কোম্পানিটি বিশ্বের অন্যতম সর্ববৃহৎ প্রযুক্তি কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।
অ্যামাজন বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু অংশে অনলাইন কমার্স হিসেবে আধিপত্য বিস্তার করছে। এছাড়া আধুনিক ওয়েবের অন্যতম ব্যাকবোন হিসেবে কাজ করছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস।
অন্যদিকে ১৯৯৭ সালে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে গ্রাজুয়েশন শেষ করার পর অ্যামাজনে যোগ দেন অ্যান্ডি জেসি। এরপর ২০০৩ সালে অ্যামাজন ওয়েব সার্ভিসেস প্রতিষ্ঠার পর তিনি সেটির নেতৃত্ব দেন। ২০১৬ সালে ডিভিশনটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান অ্যান্ডি জেসি। ২০২০ সালের শেষে বিশ্বের ক্লাউড কম্পিউটিং মার্কেটে প্রায় এক তৃতীয়াংশ বাজার নিয়ন্ত্রণ করে এডব্লিউএস।