গত ২৭ এ সেপ্টেম্বর অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে ব্র্যান্ডিং এবং মার্কেটিং এর প্রয়োজনীয়তা নিয়ে “Brand & Marketing Essentials” রাজধানীর নিকেতনে একটি কর্মশালা অনুষ্ঠিত হয় । উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ ও মূল্যবান মতামত এই ইভেন্টকে অত্যন্ত সফল ও প্রাণবন্ত করে তুলেছিলো। আয়োজক হিসেবে অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের সাথে ছিলেন বাংলাদেশের ফটোগ্রাফির ও কোরিওগ্রাফি জগতের অন্যতম জনপ্রিয় যাবে প্রতিষ্ঠান নিজল ক্রিয়েটিভিটি। উদ্যোক্তারা এই ওয়ার্কশপ এর অংশগ্রহণের মাধ্যমে মনে করেন তাদের ব্যবসায়িক দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওয়ার্কশপে উপস্থিত ছিলেন ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহরিয়ার খান এবং গভর্নিং বডির চেয়ার কামরুল হাসান। তাদের উপস্থিতি ও উৎসাহ এই অনুষ্ঠানকে আরও অর্থবহ করে তুলেছে।
শাহরিয়ার খান বলেন, ওয়ার্কশপে পুরাতন এবং নতুন মেম্বারদের ছিলো স্বতঃস্ফূর্ত উপস্থিতি। তাদের অংশগ্রহণ আমাদের ই-Club-এর সংহতি এবং বন্ধনকে আরও মজবুত করেছে, যা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে বিশ্বাস করি।
কামরুল হাসান বলেন, ভবিষ্যতে খুব শিগগিরই আমরা এরকম আরও সেশন আয়োজন করবো এবং ইন্ডাস্ট্রির অভিজ্ঞ এক্সপার্টদের এনে আরও সমৃদ্ধ আলোচনা ও সেশন করবো বলে আশা করছি।
উদ্যোক্তাদের মধ্যে এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন ডেভেলপমেন্ট ও টেকনোলজিস্ট এর ম্যানেজিং ডিরেক্টর শেখ আবু হাসেম, ডেল্টা লাইসেন্সের এক্সিকিউটিভ দিরেক্টর নাজমা আক্তার, লাকিস কালেকশন এর কর্ণধার রাবেয়া খাতুন লাকি, এ কে প্যাকেজিং এর ডিরেক্টর কবির হোসেন, ল সেবার হেড অব চেম্বার এডভোকেট শাকিল আহমেদ, সমতা স্কুল এর ফাউন্ডার এন্ড সিইও ফাহমিদা আহমেদ বিউটি, ক্রিয়েটিভ ফটোগ্রাফি এর সিইও আবু সুফিয়ান নিলাভ,অরাল ডেন্টাল এন্ড সার্জন এর ফাউন্ডার এন্ড সিইও ডাঃ মোঃ আমিনুল ইসলাম ভূঁইয়া, গ্লোবাল ট্রেড ইন্টারন্যাশনাল এর ওনার মিঠু ধার চৌধুরী, অর্কি কিউব ডিজাইন স্টুডিও এর ফাউন্ডার এন্ড সিইও ইসরাত জাহান, বিডস এন্ড বউস এর প্রোপাইটর তানিয়া তাসমিনা, এক্সট্রা মাইল এজ কেয়ার এর সিইও তাসলিমা সুলতানা সানাম,নিউট্রাউইন এর ওনার অফ দি অরগানাইজেশান আলিফা আফরোজ সহ আরো অনেকে।
নিজল ক্রিয়েটিভ এর প্রধান নির্বাহী ও ক্লাবের ফাউন্ডার মেম্বার আবু সুফিয়ান নিলাভ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও অনেক সফল ইভেন্ট একসঙ্গে আয়োজন করার আশাবাদ ব্যক্ত করছেন।
নারী উদ্যোক্তা ফাহমিদা আহমেদ এর GRIND HOUSE Music Cafe ইভেন্টের ফুড স্পন্সর এবং নিজল ক্রিয়েটিভ ভেন্যু স্পসর হিসাবে ছিলেন। তাদের সহযোগিতা ইভেন্টের আয়োজনকে আরও উপভোগ্য ও প্রাণবন্ত করেছে।
উল্লেখ্য যে অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ গত চার বছর ধরে উদ্যোক্তা উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে যার ফলে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় উদ্যোক্তা প্লাটফর্ম হিসেবে ইতিমধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে।